অরুণ জেটলির জন্য দিল্লির অনেক খেলোয়াড় ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিল, শোকপ্রকাশ করে বার্তা সহবাগের, পিতৃতূল্য ব্যক্তিত্ব, বললেন গম্ভীর
শনিবার দুপুরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এইমসে আজ দুপুর ১২ টা বেজে সাত মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলেও। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটার সহ ভারতীয় দলের ওপেনার শিখর ধবন জেটলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জেটলিকে পিতৃতূল্য ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। তাঁর ট্যুইট-'একজন বাবা সন্তানকে কথা বলতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব শেখান কীভাবে কথা বলতে হয়। একজন বাবা হাঁটতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব এগিয়ে যেতে শেখান। একজন বাবা নামকরণ করেন, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব পরিচিতি দেন। আজ আমি আমার পিতৃতূল্য অরুণ জেটলিকে হারালাম'।But under his leadership at the DDCA, many players including me got a chance to represent India. He listened to needs of the players & was a problem solver. Personally shared a very beautiful relationship with him. My thoughts & prayers are with his family & loved ones. Om Shanti https://t.co/Kl4NpprR6W
— Virender Sehwag (@virendersehwag) August 24, 2019
জেটলির প্রয়ানে শোকপ্রকাশ করেছেন শিখর ধবন ও ভিভিএস লক্ষ্মণও।A father teaches u to speak but a father figure teaches u to talk. A father teaches u to walk but a father figure teaches u to march on. A father gives u a name but a father figure gives u an identity. A part of me is gone with my Father Figure Shri Arun Jaitley Ji. RIP Sir.
— Gautam Gambhir (@GautamGambhir) August 24, 2019
RIP #ArunJaitley Ji.. My sincere condolences to your family and loved ones 🙏
— Shikhar Dhawan (@SDhawan25) August 24, 2019
Saddened to learn about the passing away of Shri #ArunJaitley ji. My deepest condolences to his family, friends and admirers. Om Shanti ! pic.twitter.com/13m7zBwiE7
— VVS Laxman (@VVSLaxman281) August 24, 2019