এক্সপ্লোর
Advertisement
ছবিটা কবে তোলা যেন! হুসেনকে কটাক্ষ সৌরভের, এই সিরিজের শেষেই লর্ডসের ব্যালকনিতে দাদার এইট প্যাকস দেখেছিলাম, খোঁচা কাইফেরও
খুনসুটির মাঝেই অবশ্য নাসেরের সুস্বাস্থ্য কামনা করেছেন সৌরভ। লিখেছেন, ‘সুস্থ থেকো বন্ধু। নিরাপদে থেকো।’ নাসেরও পাল্টা শুভকামনা জানিয়েছেন।
কলকাতা: ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাসের হুসেন। সৌরভ নিজেই ছবিটি পোস্ট করলেন। নাসেরকে ট্যাগ করে লিখলেন, ‘হাই ন্যাস... কবে যেন এই ছবিটা তোলা হয়েছিল... বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার সতীর্থদের সাহায্য নিতে হবে।’
সৌরভের পোস্টের পরই খুনসুটিতে জড়িয়ে পড়ে দুই শিবির। ঘটনা হচ্ছে, ছবিটি ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের আগে তোলা। যে কোনও টুর্নামেন্টের ফাইনালের আগে যখন দুই দলের অধিনায়ককে ট্রফি নিয়ে ফটো সেশন করতে হয়।
২০০২ সালের সেই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৬ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। ম্যাচ জেতার আনন্দে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানো, ক্রিকেট রূপকথায় অমর হয়ে গিয়েছে এই দৃশ্য। সৌরভের ব্যঙ্গ শুনে নাসের হুসেন একটি জিআইএফ পোস্ট করেছেন। যেখানে অ্যানিমেশনে এক চরিত্রকে দেখা যাচ্ছে গাছের পিছনে লুকিয়ে পড়তে। সৌরভ জবাবে একটি বাচ্চা ছেলের গালে হাত দিয়ে চিন্তিত মুখের ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘এটা নাসেরের ছোটবেলার ছবি। তখন থেকে অধিনায়কত্বের কথা ভাবছে।’ প্রত্যুত্তরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘অথবা আবার টসের আগে তোমার জন্য অপেক্ষা করছি।’
নাসেরকে খোঁচা দিতে ছাড়েননি সেই ফাইনালের অন্যতম নায়ক মহম্মদ কাইফও। তিনি সৌরভের ট্যুইটে কমেন্ট করেন, ‘নাসের, তুমি কাকে যেন বাসচালক বলেছিলে। আর সব শেষে লর্ডসের ব্যালকনিতে দাদার এইট প্যাকস দেখেছিলাম।’
খুনসুটির মাঝেই অবশ্য নাসেরের সুস্বাস্থ্য কামনা করেছেন সৌরভ। লিখেছেন, ‘সুস্থ থেকো বন্ধু। নিরাপদে থেকো।’ নাসেরও পাল্টা শুভকামনা জানিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement