T20 WC, Indian Squad: আইপিএলে ভাল খেলার সুবাদেই বিশ্বকাপের টি-টোয়েন্টি স্কোয়াডে অশ্বিন
T20 WC, Indian Squad: জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র টেস্টেই তিনি খেলে চলেছেন গত ৪ বছর ধরে। চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজেও জাতীয় দলে প্রথম ৪ ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে।
মুম্বই: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স। যার পুরস্কার পেয়ে গেলেন টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়ে। জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র টেস্টেই তিনি খেলে চলেছেন গত ৪ বছর ধরে। চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজেও জাতীয় দলে প্রথম ৪ ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। কিন্তু অভিজ্ঞতা ও ধারাবাহিক ভাল খেলার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা বলেন, 'ধারাবাহিকভাবে আইপিএলে খেলে অশ্বিন। সেখানে ভাল পারফর্মও করেছে। বিশ্বকাপের মত মঞ্চে একজন অফস্পিনার দরকার হয়। এছাড়াও আইপিএলও আমিরশাহিতেই হচ্ছে। বিশ্বকাপও সেখানেই হচ্ছে। উইকেটের চরিত্রও এক থাকবে। সেখানে একজন অফস্পিনার খুব দরকার। এছাড়া ওয়াশিংটন সুন্দর চোটিল। অশ্বিন এই অবস্থায় দলের অন্যতম মুখ। এছাড়া আইপিএলে ওঁর পারফরম্যান্সই ওঁকে দলে জায়গা পেতে সাহায্য করেছে।'
চেতন শর্মা আরও বলেন, 'আইপিএল একটা বড় টুর্নামেন্ট। যেখানে বিশ্বের নামকড়া প্লেয়াররা খেলেন। ফলে সেখানকার প্লেয়ারের পারফরম্যান্সকেও বিবেচ্য করা হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে বেশ কয়েকজনকে রাখা হয়েছে, যদি কেউ চোট পায় সেক্ষেত্রে। শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে রয়েছে। তাই ওঁকে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে। আইপিএলে ওঁর খেলার সুযোগ রয়েছে। সেখানে দেখা হবে যে ওঁর ফিটনেস কেমন রয়েছে। সেই সব ভেবেই স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পেয়েছে শ্রেয়স।'
টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এ বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি। করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে টি ২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সরে যায় সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে।