এক্সপ্লোর
Advertisement
এবার দুশো মিটারেও সেরা, ১৫ দিনের মধ্যে চতুর্থ সোনা জয় হিমা দাসের
চেক প্রজাতন্ত্রে পুরুষদের চারশো মিটারে সোনা জিতেছেন ভারতের মহম্মদ আনাস
নয়াদিল্লি: হিমা দাসের সোনার দৌড় অব্যাহত। ১৫দিনের মধ্যে চতুর্থ সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট। চেক প্রজাতন্ত্রে টাবর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে সোনা জিতলেন হিমা।
বুধবার ২৩.২৫ সেকেন্ডে দুশো মিটার শেষ করলেন হিমা। নিজের ব্যক্তিগত সেরা ২৩.১০ সেকেন্ডের কাছাকাছি সময় করলেন। ২ জুলাই ইউরোপে প্রথমবার কোনও ইভেন্টে অংশ নিয়ে সোনা জিতেছিলেন। তারপর আরও তিনটি সোনা জিতলেন। পোল্যান্ডে ২৩.৬৫ সেকেন্ড সময় করে দুশো মিটারে সোনা জিতেছিলেন। পাঁচদিনের মাথায় পোল্যান্ডেই কুটনো অ্যাথলেটিক্স মিটে দুশো মিটারে ফের সোনা জয়। সেবার সময় করেছিলেন ২৩.৯৭ সেকেন্ড। ২৩.৪৩ সেকেন্ড সময় করে ১৩ জুলাই সোনা জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের ক্লাদনো অ্যাথলেটিক্স মিটে।
তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা এখনও অর্জন করেননি হিমা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে গেলে দুশো মিটার দৌড়তে হবে ২৩.০২ সেকেন্ডে। চারশো মিটারে মাপকাঠি ৫১.৮০ সেকেন্ড।
চেক প্রজাতন্ত্রে পুরুষদের চারশো মিটারে সোনা জিতেছেন ভারতের মহম্মদ আনাস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement