এক্সপ্লোর
Advertisement
হাতে ছিল না বেশি টাকা, সৌভাগ্যবশত গেইলকে কিনতে সক্ষম হয় পঞ্জাব, জানালেন নেস ওয়াদিয়া
নয়াদিল্লি: চলতি আইপিএল-এ ফের বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন তিনি। কিন্তু এহেন ব্যাটসম্যানই আর একটু হলে কিংস ইলেভেন পঞ্জাবের হাত ফসকে যাচ্ছিলেন। অর্থের অভাবে তাঁকে দলে নিতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল পঞ্জাব। শেষপর্যন্ত অবশ্য ভাগ্য ভাল থাকায় গেইলকে পেয়ে যায় প্রীতি জিন্টার দল।
পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন, ‘নিলামের শেষদিকে আমাদের হাতে মাত্র ২.১ কোটি টাকা পড়েছিল। সেই কারণে আমরা প্রথম দু’বার ক্রিসের জন্য ঝাঁপাতে পারিনি। অন্য কোনও দল যদি ক্রিসের জন্য দর হাঁকত, তাহলে আমাদের পক্ষে ওকে দলে নেওয়া সম্ভব হত না। সৌভাগ্যবশত অন্য কোনও দল ওকে নিতে চায়নি। সেই কারণে তৃতীয়বার আমরা ওকে নিতে পারি। ভাগ্যের সহায়তা পাওয়ায় আমরা খুব খুশি।’
এবারের আইপিএল-এ নিলামের আগে গতবারের দল থেকে শুধু অক্ষর পটেলকে ধরে রেখেছিল পঞ্জাব। ফলে নিলামে বাকি ক্রিকেটারদের নিতে হয় প্রীতি-নেসদের। তাঁরা ৬৭.৫ কোটি টাকা খরচ করেন। সবার শেষে গেইলকে দলে নেওয়া হয়। এই তারকা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঠিক।
গেইল প্রত্যাশা পূরণ করলেও, অপর এক তারকা যুবরাজ সিংহ একেবারেই ভাল খেলতে পারছেন না। তাঁকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দলে রাখা হয়নি। এ বিষয়ে নেস বলেছেন, ‘যুবি এখন রানের মধ্যে নেই। তবে আশা করি ও আবার ভাল পারফরম্যান্স দেখাবে। ফ্র্যাঞ্চাইজির কাছে ও মূল্যবান খেলোয়াড়। সেই কারণেই ওকে ফের দলে নিয়েছি আমরা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement