এক্সপ্লোর
‘কাল জয়ের লক্ষ্যেই খেলব’, টেস্টে অধিনায়ক হওযার পর ড্রেসিংরুমে বলেছিলেন কোহলি
![‘কাল জয়ের লক্ষ্যেই খেলব’, টেস্টে অধিনায়ক হওযার পর ড্রেসিংরুমে বলেছিলেন কোহলি How Virat Kohli, In Absence Of MS Dhoni, Addressed The Team As First-Time Test Captain ‘কাল জয়ের লক্ষ্যেই খেলব’, টেস্টে অধিনায়ক হওযার পর ড্রেসিংরুমে বলেছিলেন কোহলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/17172640/viratkohli25.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ২০১৪-তে অস্ট্রেলিয়া সফরের সময় মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন পৌঁছেছিল বিরাট কোহলির হাতে। প্রথমবার অধিনায়ক হিসেবে টিমকে তিনি কীভাবে উজ্জীবিত করার কথা বলেছিলেন, সেই ঘটনা জানিয়েছেন কোহলি। অ্যাডিলেড টেস্টের চতুর্থদিন ড্রেসিংরুমে কথপোকথনের বিস্তারিত জানিয়েছেন কোহলি। তিনি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া যে লক্ষ্যই আমাদের দিক, তা আমরা তাড়া করব। কোনও সংশয় থাকলে জানাতে পার বা কেউ বিরোধিতাও করত পার।আমাকে এখনই বল। নাহলে কাল যে আমরা রান তাড়াই করব, এ কথা ভেবেই আমরা যে যার রুমে যাব। লক্ষ্যে পৌঁছতে না পারায় খারাপ লেগেছিল, কিন্তু যে কোনও জায়গাতেই যে আমরা জিততে পারি, এই আত্মবিশ্বাসও দল পেয়েছিল’।
২৯ বছরের অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে করা সেঞ্চুরিটাই তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়। শক্তিশালী অসি বোলিংয়ের বিরুদ্ধে ১৪১ রান করেছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরি সত্ত্বেও ৩৬৪ রানের লক্ষ্য ভারত তাড়া করে জিততে পারেনি। হেরে গিয়েছিল ৪৮ রানে।
কোহলি বলেছেন, আমার অনেকগুলি সেঞ্চুরিই রয়েছে। কিন্তু ওই দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রায় ওই টেস্ট ম্যাচটায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)