এক্সপ্লোর
Advertisement
কেরল স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা অঞ্জুর
তিরুঅনন্তপুরম: কেরল স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা অঞ্জু ববি জর্জের৷ ক্রীড়ামন্ত্রীর জয়রাজনের তোলা দুর্নীতির অভিযোগে অপমানিত হয়েই ইস্তফা, দাবি অঞ্জুর৷ পদত্যাগ আরও ১৩ সদস্যের৷
বিতর্কের আগুনটা ধিকিধিকি জ্বলছিল৷ বাড়ছিল ক্ষোভ৷ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত৷ কেরলের স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা অঞ্জু ববি জর্জের৷ অঞ্জুর অভিযোগ, গত ৭ জুন কেরলের নতুন সরকারের ক্রীড়া মন্ত্রী ই পি জয়ারাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান অঞ্জু৷ তাঁর অভিযোগ, জয়রাজন তাঁকে রীতিমত অপমান করেন৷ তিনি বলেন, আপনারা আগের সরকারের নির্বাচিত লোক৷ আপনারা সবাই দুর্নীতিগ্রস্ত৷
এরপরই ক্ষোভে ফেটে পড়েন অর্জুন পুরস্কারজয়ী এই অ্যাথলিট৷ কেরলের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও জানান৷ শেষ পর্যন্ত এদিন কাউন্সিলের সদর দফতরে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করার পর পদত্যাগের সিদ্ধান্ত৷ তাঁর পাশাপাশি, ইস্তফা দিয়েছেন কাউন্সিলের আরও ১৩ সদস্যও৷
অঞ্জুর দাবি, কাউন্সিলের যাবতীয় দুর্নীতি ফাঁস করার জন্য তিনি এথিক্স কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ সেজন্যই তাঁকে সরে যেতে বাধ্য করা হল৷ তাঁর ই-মেল পর্যন্ত হ্যাক করা হয়েছে৷ অনেকেই সেই দুর্নীতির সঙ্গে জড়িত৷ এথিক্স কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করুক, তা তাঁরা চান না৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
প্রযুক্তি
Advertisement