এক্সপ্লোর
ভারতীয় দলে জায়গা পাওয়া নয়, এখন আইপিএল নিয়েই ভাবছি, বলছেন ঋষভ পন্থ
![ভারতীয় দলে জায়গা পাওয়া নয়, এখন আইপিএল নিয়েই ভাবছি, বলছেন ঋষভ পন্থ I am not thinking about India squad, focus on IPL as of now: Pant ভারতীয় দলে জায়গা পাওয়া নয়, এখন আইপিএল নিয়েই ভাবছি, বলছেন ঋষভ পন্থ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/03155230/Kj4L0E7twY.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি তিনটি অর্ধশতরান করেছেন। আরও দু’টি ম্যাচে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ২৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋষভ। মূলত তাঁর অসাধারণ পারফরম্যান্সের জেরেই ম্যাচ জিতে এখনও প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে দিল্লি।
এই পারফরম্যান্সের পরেও ঋষভ বলছেন, তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা ভাবছেন না। আপাতত আইপিএল-এ প্রতিটি ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন।
এবারের আইপিএল-এ সবার নীচে ছিল দিল্লি। সেখানে থেকে ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভরা। দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমাদের দলে সবকিছুই ঠিক আছে। সব ম্যাচেই ব্যাটিং খুব ভাল হচ্ছে। কিন্তু আমরা প্রতিটি ম্যাচেই ভুল করছিলাম। সেটা না হওয়ায় আমরা এই ম্যাচ জিততে পেরেছি। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)