এক্সপ্লোর
নিজের স্টাইলে খেলি, অন্যকে নকল করি না: রাহানে

নয়াদিল্লি: কোনওকিছুর জন্যই নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করতে নারাজ আজিঙ্কা রাহানে। সীমিত ওভারের ক্রিকেট ব্যাটিং-দর্শনে অনেক বদল এনেছে। টি-২০ এবং একদিনের ক্রিকেটে নানা ধরনের উদ্ভাবনী শট খেলেন ব্যাটসম্যানরা। কিন্তু ও পথে হাঁটতে চান না রাহানে। তাঁর সাফ কথা, কেতাবি শট খেলেই যদি সাফল্য আসে তাহলে আর ব্যাটিং স্টাইল বদলের কথা ভাববেন কেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২৭-র বেশি স্ট্রাইক রেটে ৪১৯ রান করেছেন রাহানে। এক সাক্ষাত্কারে রাহানে বলেছেন, আইপিএলে যেভাবে ব্যাট করছি তাতে আমি খুশি। আমার খেলার ধরনের সঙ্গে সাযুজ্য রেখেই ব্যাটিং করি। কাউকে নকল করার প্রয়োজন রয়েছে বলে মনে করি না। কারণ, আমি নিজস্ব স্টাইলে খেলি। ভারতের হয়ে ২২ টেস্টে ইতিমধ্যে ৬ টি সেঞ্চুরি করেছেন রাহানে। সোজা ব্যাটে খেলা এবং ক্রিকেটিয় শটই যখন কাজে আসছে তখন এই স্টাইলের বদল ঘটানোর কোনও প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না। যদিও ২৭ বছরের এই ব্যাটসম্যান বলেছেন, প্রত্যেকদিনই তিনি কোনও না কোনও কিছু শিখছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, বিভিন্ন ধরনের শট খেলতে তিনি সক্ষম। খেলায় মনোযোগ বাড়াতে রাহানে প্রতিদিন ধ্যান করেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, নন-স্ট্রাইকিং প্রান্তে থাকার সময়ও তিনি দুই-তিনবার জোরে শ্বাস নেন। এতে মনের দৃঢ়তা ফিরে পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















