NZ vs AUS Live: রবীন্দ্র, নিশামের লড়াইকে ব্যর্থ করে টানা চার ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া
ICC World Cup 2023, AUS vs NZ Live: ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স।
নাটকীয় ফাইনাল ওভার শেষে পাঁচ রানে নিউজ়িল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। জিমি নিশাম সর্বস্ব উজাড় করে দিয়েও দলকে জেতাতে পারলেন না। কিউয়িদের ইনিংস শেষ হল ৩৮৩/৯।
জমে উঠেছে দুই পড়শি দেশের ম্যাচ। অস্ট্রেলিয়াকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে নিউজ়িল্যান্ড। ম্যাচের শেষ ওভারে কিউয়িদের জয়ের জন্য ১৯ রানের প্রয়োজন। ৪৯ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৩৭০/৮। অর্ধশতরান হাঁকালেন জিমি নিশাম।
সাত উইকেট হারিয়ে ফেললেও নিউজ়িল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ৩৫০ রানের দোরগোড়ায় কিউয়িরা। ৪৬ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৩৪০/৭। নিশাম ৩৬ রানে ব্যাট করছেন, ম্যাট হেনরি পাঁচ রানে অপরাজিত রয়েছেন।
সেট রচিন রবীন্দ্রকে ১১৬ রানে সাজঘরে ফেরালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ২৯৩ রানে ষষ্ঠ উইকেট হারাল নিউজ়িল্যান্ড। কিউয়িদের ম্যাচ জিততে আরও ৫৮ বলে ৯৬ রান করতে হবে।
বিশ্বকাপের দ্বিতীয় শতরান হাঁকালেন রচিন রবীন্দ্র। গ্লেন ম্যাক্সওয়েলের বলে গ্লেন ফিলিপ্স ১২ রানে আউট হলেও ৩০০-র দোরগোড়ায় নিউজ়িল্যান্ড। ৪০ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৯২/৫।
রচিন রবীন্দ্রর দুরন্ত বিশ্বকাপ অব্যাহত। মিচেল স্টার্কের বলে ছক্কা হাঁকিয়ে ৪৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তরুণ কিউয়ি তারকা। দুইশো রানের গণ্ডিও পার করে ফেলল নিউজ়িল্যান্ড। ৩০ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২০৮/৩।
অর্ধশতরানের পরেই সাজঘরে ফিরতে হল ড্যারেল মিচেলকে। ৫১ বলে ৫৪ রান করে আউট হলেন তিনি। অ্যাডাম জ়াম্পার বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দিলেন তিনি। ২৪ ওভার শেষে কিউয়িদের স্কোর ১৬৮/৩।
১৪ ওভার শেষে শতরানের গণ্ডি পার করল নিউজ়িল্যান্ড। ১৭ ওভার শেষে কিউয়িদের স্কোর ১২০/২।
১৩ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৯৩/২। সেট উইল ইয়ংকে ৩২ রানে সাজঘরে ফিরিয়ে অজ়িদের দ্বিতীয় সাফল্য এনে দেন জস হ্যাজেলউড। রচিন রবীন্দ্র ১১ ও ড্যারেল মিচেল ১২ রানে ব্যাট করছেন।
নিউজিল্য়ান্ডের প্রথম উইকেটের পতন। হ্যাজেলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন ডেভন কনওয়ে।
রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু নিউজিল্যান্ডের। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান বোর্ডে তুলে নিল কিউয়িরা।
৩৮৮ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের জিততে চাই ৩৮৯ রান।
ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৪ বলে ৪১ রানের ইনিংসে হাঁকালেন ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা। অস্ট্রেলিয়ার স্কোর ৪৪.৩ ওভারে ৩২৫/৬
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ আউট হয়ে ১৮ রান করে প্যাভিলিয়ন ফিরলেন লাবুশেন। অস্ট্রেলিয়া র স্কোর ৩৮.১ ওভারে ২৭৪/৫
অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। মিচেল স্যান্টনারের বলে ৩৬ রান করে বোল্ড হয়ে ফিরলেন মিচেল মার্শ।
৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া।
অজি ব্য়াটিং লাইন আপে ফের আঘাত হানলেন গ্লেন ফিলিপস। তাঁর বলেই বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্মিথ।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ১০৯ রানের ইনিংস খেলে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হয়ে ফিরলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার স্কোর ২৫ ওভারে ২০৬/২
৫৯ বলে সেঞ্চুরি ট্রাভিস হেডের। নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন বাঁহাতি অজি ব্য়াটার।
অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। ৮১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ফিলিপসের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন অজি ওপেনার। অস্ট্রেলিয়ার স্কোর ১৯.১ ওভারে ১৭৫/১
১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৪৪ রান তুলে নিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৬৯ ও হেড ৭১ রান করে ক্রিজে আছেন।
১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৪৪ রান তুলে নিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৬৯ ও হেড ৭১ রান করে ক্রিজে আছেন।
মাত্র ২৫ বলে অর্ধশতরান হাঁকালেন ট্রাভিস হেড। চোট সারিয়ে ফিরেই বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির গড়লেন বাঁহাতি অজি ব্যাটার।
মাত্র ২৮ বলে অর্ধশতরান পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। হাঁকালেন ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।
ঝোড়ো ইনিংসের সূচনা ওয়ার্নার ও হেডের। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬০ রান তুলে নিল অস্ট্রেলিয়া।
ধর্মশালায় অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ। ২টো দলেই একটি করে বদল। অজি শিবিরে ফিরলেন হেড। নিউজিল্য়ান্ড একাদশে ফিরলেন নিশাম।
প্রেক্ষাপট
ধর্মশালা: চেজমাস্টার বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব না থাকলে বিশ্বকাপে (ODI World Cup) তারা অপরাজিতই থাকত। কাপ জয়ের অন্যতম দাবিদার নিউজ়িল্যান্ড (New Zealand) চলতি বিশ্বকাপে ৫ ম্য়াচ খেলে পরাজিত হয়েছে শুধু ভারতের বিরুদ্ধেই। ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছেন কিউয়িরা। শনিবার ধর্মশালায় তাদের সামনে অস্ট্রেলিয়া (Australia)। জিতলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত।
যদিও, যতটা সহজ ভাবা হচ্ছে, ব্ল্যাক ক্যাপসদের শেষ চারের রাস্তা শৈলশহরে ততটা মসৃণভাবে তৈরি নাও হতে পারে। বরং ধেয়ে আসতে পারে তুষারঝড়। কারণ, বিশ্বকাপের প্রাথমিক পর্বে হোঁচট খাওয়ার পর অবশেষে মেজাজে ফিরেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়েও রয়েছে ভাল মতোই।
নেদারল্যান্ডসকে রেকর্ড রানে হারিয়েছেন প্যাট কামিন্সরা। এর আগে ধর্মশালায় কোনওদিন ওয়ান ডে ম্য়াচ খেলেনি অস্ট্রেলিয়া। অন্য়দিকে নিউজ়িল্য়ান্ড চলতি বিশ্বকাপেই এই মাঠে খেলে ফেলেছে। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অনেক বেশি সড়গড় থাকবেন টম ল্যাথামরা। যা সুবিধা দেবে কিউয়ি শিবিরকে।
তবে অজি শিবির যেন হারানো ছন্দ খুঁজে পেয়েছে। ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স। স্পিনার অ্যাডাম জ়াম্পা স্বপ্নের ফর্মে। ট্রাভিস হেডও সুস্থ। তবে ধর্মশালায় স্যুইং সহায়ক পরিবেশে ট্রেন্ট বোল্ট-ম্য়াট হেনরিদের বিরুদ্ধে তাঁকে ফেরানো নাও হতে পারে।
নিউজ়িল্যান্ডের ব্যাটাররা সকলেই প্রায় ছন্দে। ডারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা অজি বোলিংয়ের। এই ম্যাচে যে দলই হারুক না কেন, তাদের সামনে সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। তবু এই ম্যাচকে বরাবর সম্মানের লড়াই হিসাবেই দেখে দুই দেশ। এবারও তাই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ কমবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -