NZ vs AUS Live: রবীন্দ্র, নিশামের লড়াইকে ব্যর্থ করে টানা চার ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া

ICC World Cup 2023, AUS vs NZ Live: ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স।

ABP Ananda Last Updated: 28 Oct 2023 06:33 PM

প্রেক্ষাপট

ধর্মশালা: চেজমাস্টার বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব না থাকলে বিশ্বকাপে (ODI World Cup) তারা অপরাজিতই থাকত। কাপ জয়ের অন্যতম দাবিদার নিউজ়িল্যান্ড (New Zealand) চলতি বিশ্বকাপে ৫ ম্য়াচ খেলে পরাজিত হয়েছে শুধু ভারতের...More

NZ vs AUS Live Score: জয়ী অস্ট্রেলিয়া

নাটকীয় ফাইনাল ওভার শেষে পাঁচ রানে নিউজ়িল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। জিমি নিশাম সর্বস্ব উজাড় করে দিয়েও দলকে জেতাতে পারলেন না। কিউয়িদের ইনিংস শেষ হল ৩৮৩/৯।