IND Vs AUS 4th T20 : বিশ্বকাপের বদলা, অজিদের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতল ভারত
India Vs Australia 4th T20 Live Updates : এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে ফাইনালে হারের বদলা পূরণ করে ফেলতে পারবে ভারতীয় দল।

Background
রায়পুর : প্রথম দুই ম্যাচে দুরন্ত জয়। তৃতীয় ম্যাচেও জয়ের পথে অগ্রসর হয়েছিল ভারত, তবে সব হিসেব নিকেশ ভেস্তে দেন গ্লেন ম্য়াক্সওয়েল। 'ম্যাড ম্যাক্স' শোয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AUS T20I) এখনও টিকে রয়েছেন অজ়িরা। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতান। তবে এখনও ভারতের দিকেই ঝুঁকে সিরিজ-ভাগ্য। ফলাফল আপাতত সূর্যদের পক্ষে ২-১। তাই রায়পুরেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে সিরিজ় পকেটে পুরে নেওয়ার হাতছানি রয়েছে। যেখানে সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচ ভারত-অস্ট্রেলিয়ার। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে ফাইনালে হারের বদলা পূরণ করে ফেলতে পারবে ভারতীয় দল।
এই সিরিজ়েই প্রথমবার আন্তর্জাতিক স্তরে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। আর প্রথমবার দায়িত্ব পেয়েই তিনি বেশ প্রভাবিত করেছেন। চতুর্থ ম্যাচের আগে অধিনায়ক সূর্যকে প্রশংসায় ভরালেন ভারতীয় দলের তারকা স্পিনার রবি বিষ্ণোই।
এই সিরিজ়ে বল হাতে দুরন্ত পারফর্ম করছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তিন ম্যাচে ইতিমধ্যেই ছয়টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। নতুন অধিনায়কের অধীনে খেলতে কেমন লাগছে তরুণ লেগ স্পিনারের? বিষ্ণোই জানাচ্ছেন অধিনায়ক সূর্য কিন্তু তাঁদের যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন। চতুর্থ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিষ্ণোই বলেন, 'অধিনায়ক হিসাবে সূর্যভাই আমাদের নিজের মতো বল করার, ফিল্ডিং সাজানোর সম্পূর্ণ স্বাধীনতা দেন। তবে পরিকল্পনাটা তো বাস্তবায়িত করতে হবে। ও আমাদের সমস্ত স্বাধীনতা দেয় তো বটেই, তবে দিনের শেষে কিন্তু আমরা যাতে ফলাফল দিতে পারি, সেই বিষয়েও তৎপর। গত দুই তিন ম্যাচ দেখলেই বোঝা যাবে যে ওঁ দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
IND Vs AUS Live Score : ম্যাচের সেরা অক্ষর প্যাট
৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট। ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।
IND Vs AUS Live : ২০ রানে ম্যাচ জিতল ভারত
২০ রানে ম্যাচ ও টি ২০ সিরিজ জিতল ভারত। অজিদের তারা থামিয়ে দিল ১৫৪ রানে।






















