হ্যান্ডসকোম্ব, মার্শের দুরন্ত লড়াই, রাঁচি টেস্টে ড্র করল অস্ট্রেলিয়া
রাঁচি: শন মার্শ ও পিটার হ্যান্ডসকোম্বের চোয়াল-চাপা লড়াইয়ের ওপর ভর করে রাঁচি টেস্ট ড্র করল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৬ উইকেটের বিনিময়ে ২০৪ রান, তখন বিপক্ষ দলকে ড্রয়ের প্রস্তাব দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যা তারা মেনে নেয়।
গতকালরে ২৩/২ থেকে এদিন পঞ্চম দিন শুরু করে অজিরা। মধ্যাহ্নভোজনের আগেই আউট হয়ে যান গতকালের দুই ব্যাটসম্যান। প্রথমে রেনশ-কে ফেরান ইশান্ত শর্মা। কিছুক্ষণ পর অধিনায়ক স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন সেই রবীন্দ্র জাডেজা।
কিন্তু, তখন থেকেই এক অন্য উপাখ্যানের রচনা শুরু হয়। লাঞ্চের ৩০ মিনিট আগে জুটি বাঁধেন হ্যান্ডসকোম্ব ও মার্শ। অত্যন্ত ধীরস্থিরভাবে ভারতীয় পেস ও স্পিন আক্রমণকে সামলাতে থাকেন দুজনে।
এদিন পিটার হ্যান্ডসকোম্ব খেলেন ২০০ বল। দিনের শেষে তিনি ৭২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মার্শ খেলেন ১৯৭টি। তিনি ৫৩ রান করে আউট হন। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছে ব্যাগি গ্রিন-রা।
প্রসঙ্গত ২০১০-১১ সালের পর এই প্রথম কোনও আগত দল প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করতে সমর্থ হয়েছে। তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর চার ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আগামী ২৫ তারিখ থেকে হবে ধর্মশালায়।