India Vs Japan Hockey Semifinal Live: হকিতে জাপানকে ৫-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে মালয়েশিয়ার সামনে ভারত

Asian Champions Trophy 2023 Hockey Semi-Final Live: গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।

ABP Ananda Last Updated: 11 Aug 2023 10:05 PM
India Vs Japan Hockey Score Live: জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত

জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া।

India Vs Japan Hockey Semifinals Live: ৫-০ করলেন কার্তি

৫১ মিনিট। পঞ্চম গোল ভারতের। এবার গোলদাতা কার্তি। তামিলনাড়ুর খেলোয়াড়। নিজেদের অর্ধ থেকে দূর পাল্লার পাস বাড়ান হরমনপ্রীত। সেই বল পান শামশের। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে তিনি বল বাড়ান কার্তিকে। জাপান গোলরক্ষককে পরাস্ত করে ৫-০ করেন কার্তি।

India Vs Japan Hockey Semifinals Live: যুগরাজের আক্রমণে চাপ বাড়াল ভারত



৪৪ মিনিট। যুগরাজের আক্রমণ। কঠিন কোণ থেকে তাঁর শট রুখে দিলেন জাপান গোলরক্ষক।




India Vs Japan Hockey Semifinals Live: ৩৯ মিনিটে ভারতের চতুর্থ গোল



৩৯ মিনিট। ভারতের চতুর্থ গোল। ডানদিক থেকে ফের আক্রমণ মনপ্রীতের। জাপানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ালেন সুমিতের উদ্দেশে। যিনি ওভারল্যাপ করছিলেন। পাস ধরে গোল সুমিতের।




India Vs Japan Hockey Score Live: দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল দিল ভারত

৩০ মিনিট। ফের গোল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল দিল ভারত। মাঝ বরাবর মনপ্রীত সিংহের দৌড়। জাপানি ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল লক্ষ্য করে শট মনপ্রীতের। সেই বল থেকেই গোল মনদীপের।

India Vs Japan Hockey Semifinals Live: দ্বিতীয় গোল ভারতের



২৩ মিনিট। দ্বিতীয় গোল ভারতের। এবার গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তাঁর নীচু ড্র্যাগফ্লিক জাপানের দুই খেলোয়াড়কে পরাস্ত করে জড়িয়ে গেল জালে।




India Vs Japan Hockey Score Live: আকাশদীপের গোলে ১-০ এগিয়ে ভারত



১৯ মিনিট। ভারতের গোল। আকাশদীপ সিংহ পাস বাড়ালেন। হার্দিক ও সুমিত মিলিতভাবে আক্রমণ করলেন। হার্দিক গোলের দিকে শট নিলেন। বল রিবাউন্ড হয়ে এল আকাশদীপের কাছে। গোল করলেন তিনি।




India Vs Japan Hockey Score Live: প্রথম কোয়ার্টার শেষ হল গোলশূন্যভাবে



জরমনপ্রীতের কোনাকুনি পাস মনপ্রীত সিংহের উদ্দেশে। কিন্তু বল নিয়ন্ত্রণ করতে পারলেন না মনপ্রীত। প্রথম কোয়ার্টার শেষ হল গোলশূন্যভাবে।




India Vs Japan Hockey Semifinals Live: জাপানের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট



ম্যাচের ৮ মিনিট। জাপানের আক্রমণ। তাইকি তাকাডের পাস পেলেন রাইট উইং ধরে উঠে আসা শোতা ইয়ামাদা। তবে তাঁর জোরাল ড্রাইভ লক্ষ্যভ্রষ্ট।




India Vs Japan Hockey Semifinals Live: গ্রিন কার্ড দেখলেন শামসের সিংহ

৩ মিনিট। গ্রিন কার্ড দেখলেন শামসের সিংহ। ২ মিনিটের জন্য বাইরে বসতে হবে তাঁকে।

Ind vs Jap Live: ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেল ভারত

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেল ভারত। জরমনপ্রীত সিংহর শট এক জাপানি খেলোয়াড়ের পায়ে লাগে। হরমনপ্রীত সিংহর শট রুখে দিলেন তাকাশি ইয়োশিকাওয়া।

India Vs Japan Hockey Score Live: তিনশোতম ম্যাচ শ্রীজেশের

জাপানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বিরল কীর্তি গড়ছেন পি আর শ্রীজেশ (PR Sreejesh)। ভারতীয় হকির (Indian Hockey Team) কিংবদন্তি খেলতে নামছেন কেরিয়ারের তিনশোতম হকি ম্যাচে।

India Vs Japan Hockey Semifinals Live: সতর্ক ভারতীয় দলের কোচ

প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখতে নারাজ ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। তিনি বলেছেন, 'সেমিফাইনালে কোনও দল দুর্বল হয় না। গ্রুপ পর্বে ওদের হারাতে পারিনি। গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল আমাদের। সেই ভুল আর করলে চলবে না।'

Ind vs Jap Live: ৩৪ ম্যাচের মধ্যে ২৭ বারই জিতে মাঠ ছেড়েছে ভারত

পরিসংখ্যান বলছে, হকিতে এখনও পর্যন্ত ভারত বনাম জাপান দ্বৈরথ হয়েছে ৩৪ বার। তার মধ্যে ভারতেরই আধিপত্য। ৩৪ ম্যাচের মধ্যে ২৭ বারই জিতে মাঠ ছেড়েছে ভারতীয় দল। মাত্র তিনটি ম্যাচ জিতেছে জাপান। ৪টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

India Vs Japan Hockey Score Live: গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ ড্র হয়েছিল

শুক্রবার চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও জাপান। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।

প্রেক্ষাপট

চেন্নাই: ধারে ও ভারে ভারতীয় দলের আশেপাশে পাওয়া যাবে না জাপানকে। মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত (Indian Hockey team)। তবু এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) সেমিফাইনালের আগে সতর্ক ভারতীয় শিবির। জাপানকে কোনও মতেই হাল্কাভাবে দেখছেন না হরমনপ্রীত সিংহরা।


আজ, শুক্রবার চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও জাপান। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।


পরিসংখ্যান বলছে, হকিতে এখনও পর্যন্ত ভারত বনাম জাপান দ্বৈরথ হয়েছে ৩৪ বার। তার মধ্যে ভারতেরই আধিপত্য। ৩৪ ম্যাচের মধ্যে ২৭ বারই জিতে মাঠ ছেড়েছে ভারতীয় দল। মাত্র তিনটি ম্যাচ জিতেছে জাপান। ৪টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।


তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখতে নারাজ ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। তিনি বলেছেন, 'সেমিফাইনালে কোনও দল দুর্বল হয় না। গ্রুপ পর্বে ওদের হারাতে পারিনি। গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল আমাদের। সেই ভুল আর করলে চলবে না।'


জাপানের কাছে আটকালেও এ বারের প্রতিযোগিতায় ছন্দে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছেন তাঁরা। ২০টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়েরা। বিপক্ষে গোল হয়েছে মাত্র পাঁচটি। যে পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, সব দলের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন হরমনপ্রীতেরা। তুলনায় জাপান অনেকটাই পিছিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল।


 






এ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ পর্বে ভারতকে অপ্রতিরোধ্য দেখিয়েছে। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে ভারত। আর সেটা জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। সেই জাপানের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলবে ভারত। গ্রুপে ড্রয়ের ধাক্কা ভুলে জেতার জন্য নামবেন হরমনপ্রীত সিংহরা।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.