Asian Games 2023: এশিয়ান গেমসে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে সোনা ভারতের
Asian Games: শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান।
হাংঝৌ: এশিয়ান গেমসে শুক্রবার সকালে শুরুতেই সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান। এবারের এশিয়ান গেমসে ভারত যতগুলো ইভেন্টে পদক জিতেছে। তার মধ্যে সবেচেয় বেশি ১৭টি পদক জিতেছে শ্য়ুটিংয়ে। সোনা জয়ের পথে তিনজনে মিলে মোট ১৭৬৯ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ডও গড়েছেন। যা ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্যাট চ্যাম্পিয়নশিপে প্রাপ্ত পয়েন্টের থেকে আট পয়েন্ট বেশি। চিনকে পয়েন্টের বিচারে টেক্কা দিয়ে রেকর্ড গড়েন ভারতীয় শ্যুটাররা।
এদিকে দলগত ইভেন্টে ভাল পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে চলে গিয়েছেন স্বপ্নিল ও ঐশ্বর্য। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে প্রবেশ করলেন তাঁরা। শীর্ষ আটজনের মধ্যে প্রবেশ করেন অখিল। ফাইনালের নিয়ম অনুযায়ী কোনও দেশ থেকে ফাইনালে মাত্র দু’জন অংশগ্রহণ করতে পারবেন। ফলে অখিল ফাইনালে প্রবেশ করতে পারেননি।
এদিকে পুরুষদের পদক জয়ের পর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে রুপো জিতল ভারত। এমনকী ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন টিম ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা পলক গুলিয়া। রুপো জিতলেন আরেক ভারতীয় এশা সিংহ। ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক (Palak Gulia)। ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এষা। চলতি এশিয়ান গেমসে যেটি অষ্টাদশী ভারতীয় শুটারের চতুর্থ পদক।
পাশাপাশি পুরুষদের টেনিসে ডাবলসে দেশকে রুপে এনে দিয়েছে সাকেথ মিনেনি ও রামকুমার রমানাথনের জুটি। সবমিলিয়ে এদিন এখনও পর্যন্ত ২ টি সোনা ও ৩ টি রুপো এসে গিয়েছে ভারতের ঝুলিতে। এছাড়া সব মিলিয়ে ভারত মোট ৩০টি পদক জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে শুক্রবার এখনও পর্যন্ত। ঝুলিতে তাঁদের রয়েছে ৮ টি সোনা, ১১টি রুপো ও ১১টি ব্রোঞ্জ জিতেছে ভারত এখনও পর্যন্ত।