Manu Bhaker: মাত্র ৬০ লক্ষ টাকা সম্পত্তি ছিল, প্যারিস থেকে ফিরতেই রাতারাতি কোটিপতি মনু
Manu Bhaker Update: একই অলিম্পিক্সের মঞ্চ থেকে দুটো ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। এই মুহূর্তে মনু সম্পত্তির অঙ্কটাও আকাশছোঁয়া। যা জানলে আপনিও চমকে যাবেন।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিকস জীবন বদলে দিয়েছে মনু ভাকেরের। ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের এই তরুণী শ্যুটার। একই অলিম্পিক্সের মঞ্চ থেকে দুটো ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। এই মুহূর্তে মনু সম্পত্তির অঙ্কটাও আকাশছোঁয়া। কিন্তু অবাক হবেন জানলে এটাই যে, প্যারিসে যাওয়ার আগে মনু মাত্র ৬০ লক্ষ টাকা সম্পত্তির মালকিন ছিলেন। কিন্তু প্যারিস থেকে ফিরেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মনু।
২০২৪ সালের শেষে ডেকান হেরাল্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মনুর সম্পত্তির পরিমান এই মুহূর্তে প্রায় ১২ কোটির মত। প্যারিস অলিম্পিক্সের পর একাধিল বিজ্ঞাপনে দেখা গিয়েছে মনুর মুখ। ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন। নাথিং ইন্ডিয়া ও পারফরম্যাক্সের মত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এই তরুণী শ্যুটার। এক সংস্থার তথ্য অনুযায়ী ভারতে একজন মহিলা অ্যাথলিট বিজ্ঞাপন প্রতি ৮-১০ লক্ষ টাকা করে পেয়ে থাকেন। সেখানে মনু নেন ১.৫০ কোটি টাকা।
উল্লেখ্য, খেলরত্ন সম্মানের জন্য যে চারজন অ্যাথলিটের নাম নির্বাচিত হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন মনু ভাকের। খেলমন্ত্রকের তরফে বৃহস্পতিবার মনু ভাকেরের খেলরত্ন পাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়।
মনু ভাকের বাদে ডি গুকেশ, প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রবীণ কুমার ও হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রকের তরফে ৩২জন ক্রীড়াবিদের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১৭জন প্যারাঅ্যাথলিটও রয়েছেন। ভারতীয় ক্রীড়াবিদের জন্য সর্বোচ্চ পুরস্কার ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। সেই পুরস্কারের তালিকায় মনু ভাকেরের নাম না থাকায় বিরাট বিতর্ক হয়। মনুর বাবা রাম কিষণ নিজের ক্ষোভ উগরে দেন। মনুও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।
তবে পরবর্তীতে মনুর তরফে একটি পোস্ট করা হয়, যেখানে তাঁর সুর অনেকটাই নরম হয়। মনু দাবি করেন তিনি খেলরত্ন বা কোনও পুরস্কারের লোভে খেলেন না। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ঐতিহ্যবাহী খেলরত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়ন নিয়ে যা সব চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে, খেলোয়াড় হিসাবে খেলা এবং দেশের হয়ে পারফর্ম করাটাই আমার দায়িত্ব। পুরস্কার নিঃসন্দেহে আমায় অনুপ্রাণিত করে, কিন্তু সেটা আমার লক্ষ্য নয়। আমার মনে হয় আমার তরফেই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও কিছু ভুল হয়েছে, যেটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পুরস্কার পাই বা নাই, দেশের হয়ে আরও পদক জেতাটাই সবসময় আমার লক্ষ্য। আমি সকলকে অনুরোধ করব যে এই বিষয়ে আর জলঘোলা করবেন না।'