এক্সপ্লোর
'তোমার বোলিংয়ের ক্ষেত্রে তুমিই শেষ কথা', রোহিতের প্রশংসায় মুগ্ধ বুমরাহ
'রোহিত আমায় খেলার স্বাধীনতা দেয়। সেটাই আমার বাড়তি প্রেরণা।' আইপিএল-এর মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় বললেন যশপ্রীত বুমরাহ। তাঁর কথায়, 'রোহিত সব সময় আমাকে স্বাধীনতা দেয়। সব সময় আমাকে বলে, যে কোনও পরিস্থিতিতে, যে কোনও অবস্থায় নিজেকে মেলে ধরতে । বলে, তোমার বোলিংয়ের ক্ষেত্রে তুমিই শেষ কথা। যা আমাকে সব সময়ই বাড়তি প্রেরণা দেয়।'

নয়াদিল্লি: 'রোহিত আমায় খেলার স্বাধীনতা দেয়। সেটাই আমার বাড়তি প্রেরণা।' আইপিএল-এর মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় বললেন যশপ্রীত বুমরাহ। তাঁর কথায়, 'রোহিত সব সময় আমাকে স্বাধীনতা দেয়। সব সময় আমাকে বলে, যে কোনও পরিস্থিতিতে, যে কোনও অবস্থায় নিজেকে মেলে ধরতে । বলে, তোমার বোলিংয়ের ক্ষেত্রে তুমিই শেষ কথা। যা আমাকে সব সময়ই বাড়তি প্রেরণা দেয়।' আইপিএল-এ রোহিতের টিমের অন্যতম ভরসা বুমরাহ। নেতা হিসেবে রোহিতের ইতিবাচক ভূমিকার কথা জানিয়ে বুমরাহ বলেন, 'শুধু আমাকে নয়, টিমের সব বোলারদেরই রোহিত আত্মবিশ্বাস দেয়। অসম্ভব ভরসা দেয়। রোহিতের এই ইতিবাতক দিক বোলারদেরও সাহস দেয়।' শুধু বুমরাহ নয়, ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা সূর্যকুমার যাদবের কথাতেও একই সুর। বললেন, 'রোহিত মাঠের মধ্যে সব সময় অন্যের পরামর্শ শোনার জন্য তৈরি থাকে। টিম যখন কঠিন পরিস্থিতিতে পড়ে, তখনও আশ্চর্য রকম শান্ত থাকে রোহিত। প্রচণ্ড কঠিন সিদ্ধান্তও রোহিত ওই সময় নিতে পারে খুব ঠাণ্ডা মাথায়। মাঠে রোহিতকে এই ভূমিকায় আমি বহুবার দেখেছি। এটা আমাদের বেশ অবাক করে।' মুম্বইয়ের কোচিং স্টাফও নেতা রোহিতের প্রশংসায় পঞ্চমুখ। জাহির খান বলেছেন, 'রোহিতকে দেখে যতই মনে হোক, ও কিন্তু সব সময় নতুন কিছু নিয়ে ভাবে, চিন্তা করে। যখন কঠিন পরিস্থিতি আসে, তখন বোঝা যায় ওর ভাবনার দিকগুলো। টিমের যাবতীয় চাপ নিজের উপর নিয়ে নেয়।' পরিসংখ্যান বলছে, আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















