KKR Vs SRH LIVE: ব্যর্থ বেয়ারস্টো-মণীশের লড়াই, ১০ রানে জিতল কেকেআর
IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad match: আজ আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ
হায়দরাবাদের প্রয়োজন ছিল ২২ রান। শেষ ওভার বল করতে এসে আন্দ্রে রাসেল দিলেন ১১ রান। ১০ রানে ম্যাচ জিতল কেকেআর।
কেকেআর পেসার প্যাট কামিন্সকে জোড়া ছক্কা মেরে হায়দরাবাদকে লড়াইয়ে রাখলেন আব্দুল সামাদ। শেষ ওভারে ২২ রান চাই ওয়ার্নারদের।
হাফসেঞ্চুরি করে ক্রিজে মণীশ পাণ্ডে। ম্য়াচ জিততে ২ ওভারে ৩৮ রান চাই হায়দরাবাদের।
আন্দ্রে রাসেলের বলে বিগহিট নিতে গিয়ে মর্গ্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিজয় শঙ্কর (৭ বলে ১১ রান)। হায়দরাবাদের স্কোর ১৫০/৫।
৪ উইকেট হারিয়ে দেড়শো সম্পূর্ণ করল সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআরকে ম্য়াচে ফেরালেন প্যাট কামিন্স। তাঁর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জনি বেয়ারস্টো। ৪০ বলে ৫৫ রান করে।
২ উইকেট হারিয়ে ১২ ওভারে ১০০ রান তুলে ফেলল হায়দরাবাদ। হাফসেঞ্চুরি সম্পূর্ণ জনি বেয়ারস্টোর।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে পাল্টা লড়াই হায়দরাবাদের। ১০ ওভারের শেষে স্কোর ৭৭/২।
শুরুতে ২ উইকেট হারালেও হায়দরাবাদের হয়ে পাল্টা লড়াই জনি বেয়ারস্টোর। ২৩ বলে ৩৫ রান করে ক্রিজে বেয়ারস্টো। ৮.২ ওভারে এসআরএইচ ৬৫/২।
কলকাতা নাইট রাইডার্সের ১৮৭/৬ স্কোর চাড়া করতে নেমে ৫ ওভারের শেষে ২ উইকেটে ৩২ রান তুলেছে হায়দরাবাদ।
বল করতে এসে প্রথম ডেলিভারিতেই ঋদ্ধিমান সাহাকে (৬ বলে ৭ রান) বোল্ড করে দিলেন শাকিব আল হাসান। দুই ওপেনারকে হারিয়ে চাপে হায়দরাবাদ। ৩ ওভারের শেষে স্কোর ১১/২।
শুরুতেই হায়দরাবাদ শিবিরে জোর ধাক্কা প্রসিদ্ধ কৃষ্ণর। তাঁর বলের অতিরিক্ত বাউন্স সামলাতে না পেরে কট বিহাইন্ড ডেভিড ওয়ার্নার। শূন্য রানে একবার জীবন পেয়েছিলেন। ফিরলেন ৩ রান করে।
প্রথম ওভারেই নাটক। হরভজন সিংহের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেললেন প্যাট কামিন্স। ওভারের শেষ বলে বিশাল ছক্কা মারলেন ঋদ্ধিমান সাহা। প্রথম ওভারে বিনা উইকেটে ৮ রান হায়দরাবাদের।
ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে নাইটরা তুলল ১৬ রান। ২০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৮৭/৬। ৯ বলে ২২ রান করে অপরাজিত রইলেন কার্তিক।
ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে নাইটরা তুলল ১৬ রান। ২০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৮৭/৬। ৯ বলে ২২ রান করে অপরাজিত রইলেন কার্তিক।
নাইট শিবিরে বড় ধাক্কা মহম্মদ নবির। পরপর দু বলে ফেরালেন নীতিশ রানা ও অইন মর্গ্যানকে।
৫৬ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন নীতিশ রানা। কেকেআর ১৬০/৪।
ফের বল হাতে কামাল রশিদ খানের। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নিলেন আফগান লেগস্পিনার।
রশিদ খানের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হলেন আন্দ্রে রাসেল। ১৬.২ ওভারে কেকেআরের স্কোর ১৫৭/৩।
ভুবনেশ্বর কুমারের ওভার থেকে ১৯ রান তুলল কেকেআর। ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৪৫/১। ২৮ বলে হাফসেঞ্চুরি রাহুল ত্রিপাঠির।
শুভমন আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠি। ১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৬/১।
দুরন্ত ছন্দে নীতিশ রানা। একশো রান পেরিয়ে গেল কেকেআর। ১২ ওভারে নাইটদের স্কোর ১০৫/১।
ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নীতিশ রানা। ৩৭ বলে হাফসেঞ্চুরি নাইট তারকার। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ৮৩/১।
৯ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলল কেকেআর। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়েও ডিআরএস ব্যবহার করে নতুন জীবন পেলেন নীতিশ রানা।
কেকেআর শিবিরে প্রথম ধাক্কা। রশিদ খানের গুগলিতে ঠকে গেলেন শুভমন গিল। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। ১৩ বলে ১৫ রান করে ফিরলেন গিল। ৭ ওভারের শেষে কেকেআর ৫৩/১।
পাওয়ার প্লে-র ছ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৫০ রান।
টি নটরাজনকে ছক্কা মেরে স্বাগত জানালেন শুভমন গিল। ৫ ওভারের শেষে স্কোর ৪৫/০।
সন্দীপ শর্মার ওভারে পরপর তিন বলে বাউন্ডারি নীতিশ রানার। চতুর্থ ওভারে উঠল ১৪ রান। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৩৩ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সতর্ক থেকে শুরু করল কেকেআর। তিন ওভারের শেষে বিনা উইকেটে ১৯ রান তুলেছেন শুভমন গিল ও নীতিশ রানা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
আইপিএলের পরিসংখ্যান বলছে, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মোট ১৯ বার খেলেছে কেকেআর। জিতেছে ১২ বার। ৭টি ম্যাচে জিতেছে হায়দরাবাদ।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইনিংস ওপেন করছেন শুভমন গিল ও নীতিশ রানা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ওভার করলেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই বাউন্ডারি মারেন রানা। এক ওভারের শেষে কেকেআরের স্কোর ৪/০।
রবিবার টসের পর কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান বললেন, 'গতবার অল্পের জন্য প্লে অফে ওঠার সুযোগ হারিয়েছিলাম। এবার প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামব।'
প্রেক্ষাপট
চেন্নাই: প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের একটি পূর্ণাঙ্গ মরসুম শুরু করতে চলেছেন অইন মর্গ্যান। যাঁর মুকুটে বিশ্বকাপ জয়ের পালক রয়েছে। আর চোদ্দোতম আইপিএলে প্রথম ম্যাচেই তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন এমন একজন, বিশ্বকাপে যাঁর প্রশিক্ষণে খেলেছিল টিম ইংল্যান্ড। তিনি ট্রেভর বেলিস, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচ। এখন তিনি সানরাইজার্স হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারদের কোচ।
রবিবার টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠালেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হচ্ছে অফস্পিনার হরভজন সিংহের। দেখে নিন কারা খেলছেন দু'দলের প্রথম একাদশে
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -