T20 Cricket: আইপিএলের আবহেই আন্তঃজেলা টি-টোয়েন্টি, চ্যাম্পিয়ন আলিপুরদুয়ার
Local Cricket: বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টে নজর কেড়ে নিয়েছেন। ন্যাশানল ক্রিকেট ক্লাব ঠিক করেছে, উঠতি ও প্রতিভাবান এই ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে নির্দিষ্ট সময় অন্তর।
কলকাতা: আইপিএল (IPL 2023) এখন মধ্যগগনে। জোরকদমে চলছে প্লে অফে ওঠার লড়াই। পয়েন্ট টেবিলে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে লড়াই করছে দশ ফ্র্যাঞ্চাইজি।
আর আইপিএলের মরসুমে আয়োজিত হয়ে গেল এনসিসি আন্তঃজেলা সিনিয়র আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটের এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করেছিল ন্যাশানল ক্রিকেট ক্লাব (NCC) ও ক্রিকেট দর্পণ। উত্তর ২৪ পরগনার অশোক নগর মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন হল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন।
৬ দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, দার্জিলিং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, কালিম্পং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। ষষ্ঠ দলটি নির্বাচিত হয়েছিল ৫ জেলার ৩ জন করে ক্রিকেটার নিয়ে সম্মিলিত একাদশ হিসাবে। লিগ পর্বের ম্যাচগুলি আয়োজিত হয়েছিল আলিপুরদুয়ার ও হলদিয়ায়। ফাইনাল ম্য়াচ হয় অশোকনগরে।
বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টে নজর কেড়ে নিয়েছেন। ন্যাশানল ক্রিকেট ক্লাব ঠিক করেছে, উঠতি ও প্রতিভাবান এই ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে নির্দিষ্ট সময় অন্তর।
ফাইনালে মুখোমুখি হয়েছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও সম্মিলিত একাদশ। সম্মিলিত একাদশ প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। ৮ উইকেট হারিয়ে ১১০ রান তুলে নেয় তারা। ১৮.৫ ওভারে। ২ উইকেটে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। ফাইনালের সেরা হয়েছেন ভরত নাগ। সম্মিলিত একাদশের অনুরাগ টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। কালিম্পংয়ের দিচেন ল্যাপচা টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটার হয়েছেন।
ফাইনালে হাজির ছিলেন সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। তিনি বলেছেন, 'তিনটি মাঠেই খুব ভাল খেলা হয়েছে। এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। তাঁদের আরও ভাল প্রস্তুতির ব্যবস্থা করবে এনসিসি।'