KL Rahul: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন
IPL 2023: রাহুলের ঊরু ফুলে রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে ফোলাভাব কমতে। আর তা না কমলে স্ক্যান করানো যাবে না।
লখনউ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়তে হয়েছিল। কে এল রাহুলের আইপিএল অভিযানই কি শেষ হয়ে গেল?
লখনউ সুপার জায়ান্টস শিবির থেকে এখনও কিছু জানানো হয়নি। স্পষ্ট করে বলা হয়নি বোর্ড থেকেও। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোটা আইপিএলেই আর মাঠে নামতে পারবেন না রাহুল। তার চেয়েও উদ্বেগের হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাহুলের খেলা নিয়ে গুরুতর সংশয় রয়েছে। আইপিএলের ঠিক পরেই, ৭-১১ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মনে করা হচ্ছে, ভারতীয় দলের মেডিক্যাল দল রাহুলকে সেই ম্যাচের আগে ফিট করে তুলতে পারবে কি না, তা এখন বিশ বাঁও জলে।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছে। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখবে। তারপর বৃহস্পতিবারই ও মুম্বইয়ে চলে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে ওর ঊরুর স্ক্যান হবে। ওর এবং জয়দেব উনাদকট, দুজনরই চিকিৎসা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে।'
View this post on Instagram
বোর্ডের ওই কর্তা এ-ও জানিয়েছেন যে, রাহুলের ঊরু ফুলে রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে ফোলাভাব কমতে। আর তা না কমলে স্ক্যান করানো যাবে না। বলেছেন, 'স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোর্ড ঠিক করবে রাহুলের চিকিৎসা কীভাবে হবে।'
আইপিএলের শেষেই ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে যশপ্রীত বুমরা বা শ্রেয়স আইয়ার কেউই চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন না। রাহুলরে পাশাপাশি জয়দেব উনাদকটকে নিয়েও উদ্বেগে ভারতীয় দল। আইপিএলের অনুশীলনেই চোট পেয়েছিলেন জাতীয় দলের তারকা ফাস্ট বোলার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তাঁকেও হয়তো টেস্ট ফাইনালে পাওয়া যাবে না।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস