LSG vs CSK Live: খলনায়ক বৃষ্টি, লখনউ বনাম চেন্নাই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি
IPL 2023 Live: লখনউ যেমন তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। তেমনই চেন্নাই সুপার কিংসও তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল।
বৃষ্টিতে ভেস্তে গেল লখনউ বনাম চেন্নাই ম্যাচ। দুই দলই পেল ১ পয়েন্ট করে।
লখনউয়ে এখনও চলছে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস নিয়ম বলছে, চেন্নাই সুপার কিংসকে ১০ ওভার ব্যাট করতে হলে তুলতে হবে ৭৬ রান। ৫ ওভার খেলা হলে তুলতে হবে ৪২ রান।
বাদ সাধল বৃষ্টি, চেন্নাইয়ের বিরুদ্ধে লখনউ ১২৫/৭ স্কোরে থাকাকালীন স্থগিত ম্যাচ। লখনউ ইনিংসে এখনও ৪ বল বাকি।
১৯.২ ওভারে লখনউয়ের স্কোর তখন ১২৫/৭, ফের নামল বৃষ্টি। উইকেট ঢাকা হল প্লাস্টিকের কভারে। ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত আয়ুষ বাদোনি।
২৪ বলে ৩৪ রানে অপরাজিত আয়ূষ বাদোনি। ১৯ রানে ক্রিজে নিকোলাস পুরান। ১৭ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৯৮/৫।
১৬ বলে ৯ রান করে ফিরলেন কর্ণ শর্মা। ঘাতক মঈন আলি। ১০ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৪৪/৫।
কাইল মেয়ার্সকে (১৪) ফিরিয়ে লখনউ ইনিংসে প্রথম ধাক্কা দিলেন মঈন আলি। মনন ভোরা (১০) ও ক্রুণাল পাণ্ড্যকে (০) পরপর তুলে নিলেন মহেশ তিকশানা। রবীন্দ্র জাডেজার বলে বোল্ড মার্কাস স্টোইনিস (৬)। ৭ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৩৪/৪।
৩ ওভারের শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ক্রিজে মনন ভোরা ও কাইল মেয়ার্স।
চোট পাওয়া কে এল রাহুলের পরিবর্তে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল পাণ্ড্য। টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আকাশ সিংহের পরিবর্তে প্রথম একাদশে ফিরলেন দীপক চাহার।
প্রেক্ষাপট
লখনউ: আজ আইপিএলে (IPL 2023) দুটো ম্যাচ। বিকেলের প্রথম ম্য়াচে লখনউ সুপারজায়ান্টস খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (LSG vs CSK)। লখনউ যেমন তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। তেমনই চেন্নাই সুপার কিংসও তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কে এল রাহুলের দল ৯ ম্যাচ খেলে ৫টি জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ জিতলেও রান রেটে একটু পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ধোনি বাহিনী।
এই ম্যাচে নামার আগে মহেন্দ্র সিংহ ধোনির চিন্তার কারণ হতে পারে বোলিং অ্যাটাক। অভিজ্ঞতা কম থাকায় ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে। এই ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে এমএসডিকে। এদিকে চেন্নাইয়ের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড তাঁর ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামতে চলেছেন। এদিকে লখনউ সুপারজায়ান্টস দলের তারকা পেসার মার্ক উড আগামী ২ ম্যাচে খেলবেন দলের হয়ে। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন আগে। এবার সিএসকের বিরুদ্ধে নামবেন তিনি। এর আগে লখনউ চেন্নাই আইপিএলে ২টো ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। দু দলই একটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচ যে জিতবে সেই দলই এগিয়ে যাবে।
লখনউ যেমন তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। তেমনই চেন্নাই সুপার কিংসও তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কে এল রাহুলের দল ৯ ম্যাচ খেলে ৫টি জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ জিতলেও রান রেটে একটু পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ধোনি বাহিনী।
এই ম্যাচে নামার আগে মহেন্দ্র সিংহ ধোনির চিন্তার কারণ হতে পারে বোলিং অ্যাটাক। অভিজ্ঞতা কম থাকায় ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে। এই ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে এমএসডিকে। এদিকে চেন্নাইয়ের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড তাঁর ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামতে চলেছেন। এদিকে লখনউ সুপারজায়ান্টস দলের তারকা পেসার মার্ক উড আগামী ২ ম্যাচে খেলবেন দলের হয়ে। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন আগে। এবার সিএসকের বিরুদ্ধে নামবেন তিনি।
এর আগে লখনউ চেন্নাই আইপিএলে ২টো ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। দু দলই একটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচ যে জিতবে সেই দলই এগিয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -