(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: ধোনির থেকে বড় মাপের ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে হতে পারে না: হরভজন
Harbhajan On Dhoni: অধিনায়ক হিসেবে নিজের ছাপ রেখেছেন এমএসডি। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। কিন্তু তারপর থেকে পরপর জয় ছিনিয়ে নিয়েছে হলুদ ব্রিগেড।
চেন্নাই: ধোনির (Mahendra Singh Dhoni) থেকে বড় মাপের ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে হতে পারে না ভারতে, এমনই জানালেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh)। আরসিবিকে হারানোর পর নিজেদের ঘরের মাঠে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (CSK vs SRH) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে। অধিনায়ক হিসেবে নিজের ছাপ রেখেছেন এমএসডি। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। কিন্তু তারপর থেকে পরপর জয় ছিনিয়ে নিয়েছে হলুদ ব্রিগেড। জাতীয় দলে ধোনির একসময়ের সতীর্থ ও চেন্নাইয়ের প্রাক্তন প্লেয়ার দেশের অন্যতম সেরা স্পিনার হরভজন সিংহ ধোনিকে দেদার সার্টিফিকেট দিচ্ছেন। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটে ধোনির থেকে বড় মাপের ক্রিকেটার আর হতে পারেন না কেউ।
কী বলছেন হরভজন সিংহ?
আইপিএলের সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''মহেন্দ্র সিংহ ধোনির থেকে বিকল্প কেউ হতে পারে না। ও সবার থেকে আলাদা। দেশের সবথেকে বড় ক্রিকেটার। কেউ ওর থেকে বেশি রান করতে পারেন। কেউ ওর থেকে বেশি উইকেট নিতে পারেন। কিন্তু দেশে ওর থেকে বড় ফ্যানবেস আর কারও নেই। ধোনি নিজে এই বিষয়টি জানে। ওর সতীর্থদেরও খুব শ্রদ্ধা করে ধোনি। দলের সদস্যদের নিয়ে একসঙ্গে চলতে পারে ও। তার জন্যই ধোনিকে সবাই এত ভালবাসে। গত ১৫ বছর ধরে এই ভালাবাস সঙ্গে নিয়েই দায়িত্ব সামলাচ্ছেন ধোনি। এখনও একই কাজ করে চলেছেন।''
কবে অবসর নেবেন ধােনি?
তবে কি সেই দিনটা খুব কাছেই চলে এল? তিনি কি এবার সত্যি সত্যিই ২২ গজকে চিরতরে বিদায় জানাচ্ছেন? গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের পর সেই জল্পনাই উসকে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে ৭ উইকেটে হারিয়ে দেয় সিএসকে। এরপরই পুরস্কার বিতরণী মঞ্চে এসে ক্যাপ্টেন কুল জানান, ''আমার কেরিয়ারের শেষ পর্ব, তাই এটি গুরুত্বপূর্ণ যে আমি যতটা সম্ভব উপভোগ করতে পারি। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে খেলা সবসময়ই বিশেষ। এখানকার মানুষ অনেক স্নেহ ও ভালোবাসা দিয়েছেন। এখানকার মানুষ আমার কথা শোনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকেন।''
তিনি আরও যোগ করে বলেন, ''আইপিএলে দুই বছর পর ভক্তরা আবার এখানে এসে দেখার সুযোগ পেয়েছেন। এটি একটি সম্পূর্ণ ঘর এবং নতুন স্ট্যান্ডগুলি ভালো। তাই, এখানে এসে ভাল লাগছে। আমরা চেন্নাইয়ে খুব একটা খেলিনি, যেমনটা আমি মরসুমের শুরুতে বলেছিলাম। ব্যাট করার পর্যাপ্ত সুযোগ না পেলেও কোনো অভিযোগ নেই। ছেলেরা অসাধারণ কাজ করছে।''