নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর  দুটি নতুন টিমের জন্য নিলাম হতে চলেছে আগামী ১৭ অক্টোবর। দুই দলের নিলামের জন্য  বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। ৫ অক্টোবর পর্যন্ত নিলাম তোলা যাবে।  ওয়াকিবহাল মহলের সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, আইপিএলের নতুন দুটি দলের জন্য নিলাম হবে ১৭ অক্টোবর। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান ২১ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।


IPL 2021 Phase 2: ক্রিস ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস শিবিরে বেন ডোয়ারসুইস


আগামী বছরের আইপিএলে আটটির বদলে ১০ টি দল অংশ নেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিল গত ৩১ অগাস্ট প্রস্তাবিত নতুন দুটি দলের মালিকানা ও পরিচালনার অধিকার অর্জনের জন্য দরপত্র আহ্বান করেছিল। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই দরপত্র চাওয়া হয়েছিল।


IPL 2021 Upate: জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেই মাঠে বসে আইপিএল দেখার সুযোগ


বিসিসিআইয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছিল, অফেরৎযোগ্য ১০ লক্ষ টাকার ফি প্রদানের মাধ্যমে নতুন দুটি দলের মালিকানা ও পরিচালনার নিলাম সংক্রান্ত ইনভাইটেশন অফ টেন্ডার (আইটিটি) পাওয়া যাবে। এতে থাকবে নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য। আগামী ৫ অক্টোবর পর্যন্ত আইটিটি ক্রয় করা যাবে। আগ্রহীদের আইটিটি ক্রয়ের জন্য ইমেল করতে বলা হয়েছিল। তবে আইটিটি-তে উল্লেখিত যোগ্যতার মাপকাঠি যাদের থাকবে তারাই নিলামের জন্য যোগ্য বিবেচিত হবে। স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, আইটিট কিনলেই যে কেউ নিলামে অংশগ্রহণের সুযোগ পাবেন না।  কোনও আগাম কারণ ছাড়াই যে কোনও পর্যায়ে নিলাম প্রক্রিয়া বাতিল বা সংশোধনের অধিকার বিসিসিআইয়ের থাকছে।


IPL 2021 Phase 2: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিলেন বেয়ারস্টো, ওকস, মালান


Ind vs Eng, Manchester Test: দাঁত পড়ে গেলেও আইপিএলের দোষ! সমালোচকদের বিদ্রুপ ইরফানের