GT Vs SRH, IPL 2022 LIVE: উমরনের আগুন সামলে অবিশ্বাস্য ব্যাটিং তেওয়াটিয়া-রশিদের, হায়দরাবাদকে ৫ উইকেটে হারাল গুজরাত

Gujarat Titans Vs Sunrisers Hyderabad: আইপিএলে আজ মুখোমুখি হার্দিকের গুজরাত টাইটান্স ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

abp ananda Last Updated: 27 Apr 2022 11:48 PM
GT vs SRH Live: ৫ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স

অবিশ্বাস্য ব্যাটিং রাহুল তেওয়াটিয়া ও রশিদ খানের। শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল গুজরাতের। শেষ বলে সেই লক্ষ্যপূরণ করে ফেলল হরায়দরাবাদ। শেষ ওভারে ৪টি ছক্কা মারলেন তেওয়াটিয়া ও রশিদ খান। ১১ বলে ৩১ রানে অপরাজিত রশিদ। তেওয়াটিয়া ২১ বলে অপরাজিত ৪০ রানে। ৫ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স।

GT vs SRH Live: ২৫ রানে ৫ উইকেট উমরনের

বিধ্বংসী স্পেল উমরন মালিকের। ৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট নিলেন। ১৮.২ ওভারে গুজরাত ১৬৬/৫।

GT vs SRH Live: ৬৮ রান করে ফিরলেন ঋদ্ধিমান

৩৮ বলে ৬৮ রান করে ফিরলেন ঋদ্ধিমান। ১৫ ওভারের শেষে গুজরাত ১৩৫/৩।

GT vs SRH Live৬৮ রান করে ফিরলেন ঋদ্ধিমান

৩৮ বলে ৬৮ রান করে ফিরলেন ঋদ্ধিমান। ১৫ ওভারের শেষে গুজরাত ১৩৫/৩।

GT vs SRH Live: ২৮ বলে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহা

২৮ বলে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহার। ১০.১ ওভারে গুজরাত ৯২/২।

GT vs SRH Live: শুভমন গিলকে বোল্ড করে দিলেন উমরন মালিক

বল করতে এসে প্রথম ওভারেই শুভমন গিলকে বোল্ড করে দিলেন উমরন মালিক। ৭.৪ ওভারে গুজরাতের স্কোর ৬৯/১।

GT vs SRH Live: এক ওভারে উঠল ১৮ রান

মার্কো জানসেনের এক ওভারে উঠল ১৮ রান। ২ ওভারের শেষে হায়দরাবাদ ২০/০।

GT vs SRH Live: শেষ ওভারে ৪টি ছক্কা সহ ২৫ রান নিলেন শশাঙ্ক সিংহ

লকি ফার্গুসনের শেষ ওভারে ৪টি ছক্কা সহ ২৫ রান নিলেন শশাঙ্ক সিংহ। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ১৯৫/৬।

GT vs SRH Live: ৫৬ রান করে আউট হলেন এইডেন মারক্রাম

৪০ বলে ৫৬ রান করে আউট হলেন এইডেন মারক্রাম। ১৮ ওভারে হায়দরাবাদ ১৫৫/৪।

GT vs SRH Live: ১৫ ওভারের শেষে হায়দরাবাদ ১৪০/২

রশিদ খানকে জোড়া ছক্কা মেরে ২৭ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার। ১৫ ওভারের শেষে হায়দরাবাদ ১৪০/২।

GT vs SRH Live: হায়দরাবাদের স্কোর ৯৬/২

১১ ওভারের শেষে সানরাইজার্সের হায়দরাবাদের স্কোর ৯৬/২।

GT vs SRH Live: ৫ ওভারের শেষে হায়দরাবাদ ৪৪/২

কেন উইলিয়ামসন ও রাহুল ত্রিপাঠিকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। ৫ ওভারের শেষে হায়দরাবাদ ৪৪/২। 

GT vs SRH Live: হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২২ রান

২ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২২ রান।

GT vs SRH Live: প্রথম একাদশে ফিরলেন ওয়াশিংটন সুন্দর

ফিট হয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে ফিরলেন ওয়াশিংটন সুন্দর।

প্রেক্ষাপট

মুম্বই: নতুন অধিনায়কের অধীনে খেলতে নামা আইপিএলে (IPL) নতুন একটা দল। এবারই টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেছিল দলটি। আর প্রথমবারেই বেশ চমক দেখিয়েছে তারা। সবাইকে এখনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই একে অপরকে টেক্কা দিয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য। এছাড়া ওপেনিংয়ে শুভমন গিল রয়েছেন ফর্মে। মিডল অর্ডারে ডেভিড মিলারের ব্য়াটে ঝড় দেখতে পাওয়া গিয়েছে। তেমনই বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মহম্মদ শামি ও লকি ফার্গুসন, একের পর এক তারকায় ভরা শিবির। 


সানরাইজার্স শিবির অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্মের খোঁজ করছে। তবে তরুণ অভিষেক শর্মা প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন। বোলিং ডিপার্টমেন্টে টি নটরাজন, ভুবনেশ্বর কুমার তো রয়েইছেন। সবচেয়ে বড় চমক উমরান মালিক। গতিতে সব ম্যাচেই প্রায় বিশ্বের বড় বড় ব্য়াটারদের পরাস্ত করছেন তিনি। ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে জগদীশ সুচিত দুর্দান্ত পারফর্ম করেছেন। আজকের ম্যাচেও সুচিতকেই খেলানো হতে পারে। হায়দরাবাদের মিডল অর্ডারও ভীষণ শক্তিশালী। নিকোলাস পুরান এখনও ছন্দ না পেলেও এইডেন মার্করম ও রাহুল ত্রিপাঠী ২ জনেই দারুণ ছন্দে রয়েছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.