Buttler Record in IPL: জবরদস্ত জস, ব্যাট-হাতে অনন্য কীর্তি বাটলারের
চলতি আইপিএলে তৃতীয় শতরান হাঁকালেন জস বাটলার।
মুম্বই : জস 'জরবদস্ত' বাটলার। আরও একবার দুরন্ত শতরান হাঁকালেন ব্রিটিশ এই ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে চলতি আইপিএলে (IPL 2022) এটি জসের তৃতীয় শতরান। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সাবধানে ব্যাট করা শুরু করার পর ব্যাটে কার্যত ঝড় তুললেন 'জস দ্য বস'। ৬৫ বলে ৯ টি বাউন্ডারি ও সম সংখ্যক ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৬ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার (Jos Butler)। এবারের আইপিএলে এখনও পর্যন্ত যা ব্যক্তিগত সর্বোচ্চ রানও।
এবারের আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ১০৩ ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ১০০ রানের হাঁকিয়েছিলেন জস। এদিন ফের আরও একটা শতরান হাঁকালেন তিনি। প্রসঙ্গত, আর একটা শতরান হাঁকালেই এক আইপিএলে সর্বোচ্চ শতরানের নজিরে যুগ্মভাবে বসে পড়বেন তিনি। ২০১৬-র আইপিএলে ৪টি শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। একটি আইপিএলে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ সংখ্যক শতরান।
ওয়াংখেড়ে (Wankhede Stadium) এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাটলারের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২২২ রান তোলে। জস ও রাজস্থানের অপর ওপেনার দেবদত্ত পাড়িক্কল (Devdutta Padikkal) (৫৪) ঝোড়ো শুরু করেন। দু'জনে ওপেনিং পার্টনারশিপ ১৫৫ রান জোড়েন। তারপর অধিনায়ক সঞ্জু স্যামসন (অপরাজিত ৪৬) বাটলারের সঙ্গে ঝোড়ো ব্যাটিং জারি রেখে দলকে বড় স্কোরে দাঁড় করান।
View this post on Instagram
আরও পড়ুন- 'ক্রিকেটার হওয়ার ভাবনাই ছিল না' উত্থানের কাহিনি শোনালেন চেন্নাইয়ের জার্সিতে ঝলমলে মুকেশ