Mukesh Choudhary in IPL : 'ক্রিকেটার হওয়ার ভাবনাই ছিল না' উত্থানের কাহিনি শোনালেন চেন্নাইয়ের জার্সিতে ঝলমলে মুকেশ
IPL 2022 : পাওয়ার প্লে-তে বোলিং করতে যাওয়ার আগে কী ভাবছিলেন, জানিয়েছেন মুকেশ
নবি মুম্বই : খাতা না খুলতে দিয়েই প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma) ও তারপরেই প্রথম ওভারেই ইশান কিষাণের (Ishan Kishan) উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ইনিংসের প্রথম ওভারেও মোক্ষম ধাক্কাটা দিয়েছিলেন। তারপর ছন্দে থাকা ডেওয়াল্ড ব্রেভিসকেও (Dewald Brevis) সাজঘরে ফিরিয়েছিলেন। দীপক চাহার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর যে অভাবে ভুগছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সেটা পূরণ করার ইঙ্গিতই মিলল মুকেশ চৌধরির (Mukesh Choudhary) বোলিংয়ের সুবাদে।
মুম্বইয়ের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির দুরন্ত ফিনিশিং টাচে চেন্নাইয়ের ম্যাচ জেতা সত্ত্বেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাজস্থানের ভিলওয়ারার জন্মানো মুকেশের। মহারাষ্ট্রের হয়ে রঞ্জি খেলা এই বাঁ-হাতি পেসারের অবশ্য ভাবনাতেই ছিল না ক্রিকেটার হওয়ার! মুকেশ নিজেই জানিয়েছেন যে কথা।
মুকেশ কী বলেছেন
ম্যাচ সেরার উপহার হাতে পেয়ে মুকেশ জানিয়েছেন, ক্রিকেটার হব এমন ভাবনা ছিল না। পুণেতে বোর্ডিং স্কুলে থাকার সময় একঘণ্টা করে বরাদ্দ থাকত স্পোর্টস পিরিয়ড হিসেবে। যে সময়ে সব বাচ্চারাই খেলায় মেতে উঠত। যে দলেই ছিল। বিভিন্ন খেলায় অংশ নিতাম। ক্রিকেট খেলতে নেমে বুঝতে পেরেছিলাম ভাল খেলতে পারছি। উপভোগ করছি। ক্রিকেটার হওয়ার ভাবনা না থাকলেও বোর্ডিং স্কুলের বরাদ্দ খেলার সময়-ই কার্যত আইপিএলের মঞ্চে নতুন তারকাকে পাইয়ে দিল।
চাপ সামলালেন কীভাবে
উল্টোদিকে রোহিত-ইশানের মতো পাওয়ার-হিটার। পাওয়ার প্লে-তে বল করতে যাওয়ার সময় কী বাড়তি চাপে ভুগছিলেন। মুকেশ হেসে জানাচ্ছেন, সত্যি বলতে চাপ ছিল না। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিই পরিবেশ সহজ করে দিয়েছিল। আমি শুধু নিজের বোলিং উপভোগ করার মানসিকতা নিয়ে নেমেছিলাম বোলিং করতে।
View this post on Instagram
আরও পড়ুন- দ্য ফাইনাল ওভার... ফিট মহেন্দ্র সিংহ ধোনি, ঝলকে শেষ ওভারে মাহি-ম্যাজিক