IPL 2022: এবার আরসিবি স্কোয়াড চ্যাম্পিয়ন হওয়ার মতোই, দাবি ম্যাক্সওয়েলের
IPL 2022 News: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনটি ম্যাচ খেলে ফেললেও, এখনও মাঠে নামেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি।
মুম্বই: চলতি আইপিএল-এ (IPL 2022) এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে একটিও ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তবে শনিবার পুণেতে (Puna) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন। সেই ম্যাচে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তিনি আরসিবি-র নতুন অধিনায়ক ফাফ দু প্লেসির (Faf du Plessis) প্রশংসা করেছেন। ম্যাক্সওয়েলের মতে, দু প্লেসি নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলের সামনে উদাহরণ হয়ে উঠছেন। তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকেরও (Dinesh Karthik) প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল।
গত মরসুমেও আরসিবি-র হয়ে খেলেছিলেন ম্যাক্সওয়েল। এবারের নিলামের আগে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছিল আরসিবি। তাঁদের মধ্যে ছিলেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। এবার পারফরম্যান্সের মাধ্যমে তাঁর উপর ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদা দিতে চান ম্যাক্সওয়েল।
পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আরসিবি
এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ তিনটি ম্যাচ খেলেছে আরসিবি। তার মধ্যে জয় এসেছে দু’টি ম্যাচে। এখন পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে আরসিবি। তা সত্ত্বেও দলের পারফরম্যান্সে খুশি ম্যাক্সওয়েল। তাঁর বক্তব্য, ‘আমরা সত্যিই ফাফের নেতৃত্বে খুশি। আমাদের মনে হচ্ছে, ও ফ্র্যাঞ্চাইজির জন্য দারুণ কাজ করছে। ও যেভাবে শুরু করেছে, তাতে বলাই যায়, ড্রেসিংরুমে সবার কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নিয়েছে। ও যে শুধু নিজের কাজের মাধ্যমে সবার সামনে উদাহরণ হয়ে উঠছে তা-ই নয়, ও দুর্দান্ত পারফরম্যান্সও দেখাচ্ছে। ওর মতো একজন টপ অর্ডারে থাকলে সেটা ফ্র্যাঞ্চাইজির জন্য অসাধারণ ব্যাপার।’
ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘আমাদের দল ট্রফি জেতার মতোই শক্তিশালী। অধিনায়কের পাশে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে। তারা অধিনায়ককে সাহায্য করতে পারবে। ফলে ওকে একাই সব চাপ নিতে হবে না। আশা করি আমরা বিভিন্ন সময়ে ওকে সাহায্য করতে পারব। আমরা সৌভাগ্যবান যে এরকম শক্তিশালী দল পেয়েছি। আশা করি এই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারব।’