DC vs MI Live: ১০ রানে হার মুম্বইয়ের, প্লে অফের আশা জিইয়ে রাখল দিল্লি ক্যাপিটালস
IPL 2024, DC vs MI Live: এই মাঠে শেষ দুটো খেলায় বড় রান বোর্ডে উঠেছিল। এই খেলাতেও তেমনটাই যে হতে চলেছে তা মোটামুটি নিশ্চিত। এর আগে বিকেলের প্রথম ম্য়াচে শেষবার এই মাঠে খেলা হয়েছিল গত বছর।
তিলক ভার্মার ৬৩ রানের লড়াকু ইনিংস কাজে এল না। ২৪৭ রানেই থেমে গেল মুম্বই। ১০ রানে জয় দিল্লি ক্যাপিটালসের।
শেষ ওভারে ২৫ রান প্রয়োজন মুম্বইয়ের।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন।
ক্রিজে সেট হয়ে গিয়েছিল। শটও খেলছিলেন ভাল। কিন্তু হঠাৎই ছন্দপতন। ২৪ বলে ৪৬ রান করে আউট হলেন হার্দিক পাণ্ড্য। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি।
১৩ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব। খালিল আহমেদের বলে ক্যাচ আউট হয়ে গেলেন সূর্য।
ঈশান কিষাণের উইকেটও হারাল মুম্বই। ১৪ বলে ২০ রান করে মুকেশ কুমারের শিকার হলেন তিনি।
রান তাড়া করতে নেমে রোহিত শর্মার উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ৮ রান করেই প্য়াভিলিয়নে ফিরলেন হিটম্য়ান।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকলেন স্টাবস। ১১ রানে অপরাজিত থাকলেন অক্ষর।
১৯ বলে ২৯ রান করে বুমরার বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ পন্থ। ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
আঠারোতম ওভারে ২৬ রান খরচ করলেন লিউক উড। একটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি হাঁকালেন ত্রিস্টান স্টাবস।
১৭ বলে ৪১ রান করে আউট হলেন শাই হোপ। ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৯৯ রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির দ্বিতীয় উইকেটের পতন। মহম্মদ নবির বলে স্টাম্প আউট হয়ে ফিরলেন অভিষেক পোড়েল।
২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। নিজর ইনিংসে ১১টি বাউন্ডারি ও৬টি ছক্কা হাঁকান তিনি।
মাত্র ১৫ বলে অর্ধশতরানের ইনিংস খেললেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক।
ঝোড়ো ব্যাটিং শুরু দিল্লি ক্যাপিটালসের। মাত্র ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
প্রেক্ষাপট
চলতি আইপিএলে দুটো দলের কারও হালই ভাল ছিল না শুরুর দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯ রানে হেরে যেতে হয়েছিল পন্থের দলকে। শুরুর পাঁচ ম্য়াচে মাত্র একটি জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় তারা। শেষ চার ম্য়াচে খেলতে নেমে তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি শিবির। পয়েন্ট টেবিলেও ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অন্যদিকে নয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
এই মাঠে শেষ দুটো খেলায় বড় রান বোর্ডে উঠেছিল। এই খেলাতেও তেমনটাই যে হতে চলেছে তা মোটামুটি নিশ্চিত। এর আগে বিকেলের প্রথম ম্য়াচে শেষবার এই মাঠে খেলা হয়েছিল গত বছর। দিল্লি বনাম চেন্নাই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে বোর্ডে ২২৩ রান তুলে নিয়েছিল। এরপর তারা দিল্লিকে ১৪৬ রানে আটকে দিয়েছিল। এই মাঠে চলতি বছরে আগে ব্যাটিং করে সাফল্য এসেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -