PBKS vs RCB Live: পাঞ্জাবকে ৬০ রানে চূর্ণ করে প্লে অফের দৌড়ে ভেসে রইল আরসিবি, ম্যাচের লাইভ আপডেট

IPL 2024: কেকেআরের বিরুদ্ধে ইডেনে বড় রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু এরপরও তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে।

ABP Ananda Last Updated: 09 May 2024 11:40 PM
PBKS vs RCB Live: ৬০ রানে ম্যাচ জিতল আরসিবি

১৭ ওভারে ১৮১ রানে অল আউট পাঞ্জাব। ৬০ রানে ম্যাচ জিতল আরসিবি।

IPL Live: ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১৬৪/৭

৩৭ রান করে রান আউট শশাঙ্ক সিংহ। ৮ রান করে ফিরলেন আশুতোষ। ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১৬৪/৭।

IPL Live Score: উইকেটে পড়ার ধারা অব্যাহত

চার ওভারে তৃতীয় সাফল্য। খাতা খোলার আগেই লিভিংস্টোনকে ফেরালেন স্বপ্নীল। বর্তমানে ১৩ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪৬/৫।

IPL Live: পরপর ওভারে সাফল্য

পরপর ওভারে সাফল্য। নিজের আগের ওভারে রুসোকে ফিরিয়েছিলেন এবার পরের ওভারে জীতেশকে পাঁচ রানে আউট করলেন কর্ণ। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল পাঞ্জাব। ১১ ওভার শেষে স্কোর ১২৫/৪।

IPL Live Score: রুসো আউট

দুরন্ত ছন্দে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রুসো। ২১ বলে নিজের দ্বিতীয় আইপিএল অর্ধশতরানও পূরণ করেন তিনি। তবে কর্ণ শর্মার বলে বড় শট মারতে গিয়েই ৬১ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ব্যাটিং ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর তিন উইকেটে ১১৪। শশাঙ্ক ১৮ ও জীতেশ এক রানে ব্যাট করছেন।

IPL Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৭৫/২

১৬ বলে ২৭ রান করে ফিরলেন বেয়ারস্টো। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৭৫/২।

IPL Live Score: প্রভশিমরন সিংহকে তুলে নিলেন স্বপ্নিল

শুরুতেই প্রভশিমরন সিংহকে তুলে নিলেন স্বপ্নিল। ২ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২১/১।

PBKS vs RCB Live: ২০ ওভারে আরসিবি তুলল ২৪১/৭

২৭ বলে ৪৬ ক্যামেরন গ্রিনের। ২০ ওভারে আরসিবি তুলল ২৪১/৭।

IPL Live: ৯২ রান করে ফিরলেন বিরাট

৪৭ বলে ৯২ রান করে ফিরলেন বিরাট। ১৮ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২১৭/৪।

PBKS vs RCB Live Score: ১৪ ওভারের শেষে আরসিবির স্কোর ১৫৩/৩

৩৫ বলে ৫৮ রান কোহলির। ১৪ ওভারের শেষে আরসিবির স্কোর ১৫৩/৩।

IPL Live: বৃষ্টিতে বন্ধ ম্যাচ

১০ ওভারের শেষে আরসিবি-র স্কোর যখন ১১৯/৩, আচমকা বৃষ্টি নামল। খেলা বন্ধ রইল।

PBKS vs RCB Live: হাফসেঞ্চুরি করে আউট রজত পাতিদার

২১ বলে হাফসেঞ্চুরি রজত পাতিদারের। ২৩ বলে ৫৫ রান করে ফিরলেন। ক্রিজে কোহলি অপরাজিত ৪২ রানে। ১০ ওভারের শেষে আরসিবি ১১৯/৩।

IPL Live Score: ৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪৪/২

৯ রান করে ফিরলেন ডুপ্লেসি। ১২ রান করে ফিরলেন উইল জ্যাকস। দুটি উইকেটই কাভেরাপ্পার। ঝোড়ো ইনিংস খেলছেন কোহলি। ১৪ বলে ২২ রানে ক্রিজে। ৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪৪/২।

PBKS vs RCB Live: ২ ওভারের শেষে আরসিবির স্কোর ১৯/০

২ ওভারের শেষে আরসিবির স্কোর ১৯/০। ক্রিজে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি।

IPL Live Score: আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব

টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান।

IPL Live: আজ কোহলি বনাম রাবাডা লড়াই

২২ গজে বিরাট কোহলি (Virat Kohli)- কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বৈরথ। দুটো দলই ঝুলিতে আট পয়েন্ট করে পুরে নিয়েছে। আরও তিনটি ম্য়াচ খেলবে দুটো দলই।

প্রেক্ষাপট

ধর্মশালা: আইপিএল (IPL 2024) একদম শেষ লগ্নে চলে এসেছে। প্রতিটি ম্য়াচই এখন পয়েন্ট টেবিলে থাকা নীচের দিকে দলগুলোর জন্য ডু অর ডাই। আজ আরসিবি (Royal Challengers Bengaluru) মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। ধর্মশালার ২২ গজে বিরাট কোহলি (Virat Kohli)- কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বৈরথ। দুটো দলই ঝুলিতে আট পয়েন্ট করে পুরে নিয়েছে। আরও তিনটি ম্য়াচ খেলবে দুটো দলই। ফলে প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে বাকি ম্য়াচগুলোয় জিততেই হবে দুটো দলকে।


এখানে মরশুমে প্রথম যে ম্য়াচটি খেলা হয়েছিল সেই পিচ যথেষ্ট স্লো ছিল। পেস বোলাররা ও স্পিনাররা পুরনো বলে সাহায্য পাচ্ছিলেন। দিনের বেলার ম্য়াচ ছিল সেটি। রাতের ম্য়াচে ব্যাটাররা প্রচুর রান সাধারণত তুলে থাকেন। আশা করা যায় আজকের ম্য়াচেও ব্যাটাররা প্রচুর রান তুলতে পারবেন বোর্ডে। তবে নতুন বলে পেসাররা সুবিধে পাবে এই পিচ থেকে।





কেকেআরের বিরুদ্ধে ইডেনে বড় রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু এরপরও তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রভসিমরন সিংহ ওপেনে নামছেন জনি বেয়ারস্টার সঙ্গে। কিন্তু ইংল্যান্ড তারকা চেনা ফর্মে নেই। ফলে চাপ বেড়ে যাচ্ছে মাঝে মাঝে প্রভসিমরণের ওপর। এছাড়াও শেষ কয়েকটি ম্য়াচ অতিরিক্ত শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মার ওপর নির্ভর করছে দল। ফলে চাপও বাড়ছে। ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে হেরে চাপ বেড়ে গিয়েছে পাঞ্জাব কিংসের।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.