SRH vs LSG LIVE Score: বিধ্বংসী হেড-অভিষেক, ৬২ বল বাকি থাকতে লখনউকে ১০ উইকেটে দুরমুশ করল হায়দরাবাদ

IPL 2024 SRH vs LSG LIVE Score: সানরাইজার্স হায়দরাবাদ ১০ উইকেটে ম্যাচ জিততেই মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল।

ABP Ananda Last Updated: 08 May 2024 10:18 PM
IPL Live Score: ১০ উইকেটে হায়দরাবাদ হারাল লখনউ সুপার জায়ান্টসকে

৬২ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ হায়দরাবাদের। ১০ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টসকে। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত রইলের ট্র্যাভিস হেড। ২৮ বলে অপরাজিত ৭৫ রান অভিষেক শর্মার। 

SRH vs LSG Live: ৬ ওভারে উঠল ১০৭/০

পাওয়ার প্লে-তেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত করে দিলেন হেড ও অভিষেক। ৬ ওভারে উঠল ১০৭/০। হেড ১৮ বলে ৫৮ রানে ও অভিষেক ১৮ বলে ৪৬ রানে ক্রিজে।

IPL Live : ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২৫

২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২৫ রান। ক্রিজে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড।

SRH vs LSG Live Score: ২০ ওভারে লখনউ তুলল ১৬৫/৪

কামিন্সের শেষ ওভারে উঠল ১৯ রান। ২০ ওভারে লখনউ তুলল ১৬৫/৪। ৩০ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন আয়ুষ বাদোনি। ২৫ বলে অপরাজিত ৪৪ রান নিকোলাস পুরানের।

IPL Live Score: ১৮ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৩১/৪

১৮ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৩১/৪।

SRH vs LSG Live: ১৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৯০/৪

২৪ রানে রান আউট ক্রুণাল। ক্রিজে নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। ১৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৯০/৪।

IPL Live Score: ২৯ রান করে ফিরলেন রাহুল

২৯ রান করে ফিরলেন রাহুল। ২২ রানে ক্রিজে ক্রুণাল। ১০ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৫৭/৩।

LSG vs SRH Live: ভুবির শিকার স্টোইনিসও

ভুবির শিকার স্টোইনিস। দুরন্ত ক্যাচ সনবীর সিংহের। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ২৭/২।

SRH vs LSG Live: ভুবনেশ্বরের বলে ২ রান করে ফিরলেন কুইন্টন ডি'কক

ভুবনেশ্বরের বলে ২ রান করে ফিরলেন কুইন্টন ডি'কক। কে এল রাহুল এলবিডব্লিউ হয়েও ডিআরএস নিয়ে বাঁচলেন। ৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ২০/১।

IPL Live Score: ১ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৩/০

সতর্ক শুরু রাহুল ও ডি'ককের। ১ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৩/০।

SRH vs LSG Live: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের।

SRH vs LSG Live: লখনউ এগিয়ে ৩-০

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে তিনবার মুখোমুখি হয়েছে দুটো দল। কিন্তু তার মধ্যে পুরো একপেশে লড়াই হয়েছে। তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: আইপিএলের (IPL 2024) একদম শেষ লেগ চলছে। একমাত্র রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ছাড়া আর কোনও দলই এখনও পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে পারেনি। এই দুটো দলের লড়াই চলবে মূলত পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিয়ে। বাকি দুটো দলের জন্য লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants), চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) মূলত লড়াই করছে। 


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে তিনবার মুখোমুখি হয়েছে দুটো দল। কিন্তু তার মধ্যে পুরো একপেশে লড়াই হয়েছে। তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। 


ঘরের মাঠে সানরাইজার্স কিছুটা এগিয়ে থেকেই আজ মাঠে নামবে। প্যাট কামিন্সের নেতৃত্বে বেশ ভাল পারফর্ম করেছে কমলা বাহিনী চলতি মরশুমে। মাঝের ওভারগুলোতে বিশেষ করে চাপে রেখেছেন তিনি প্রতিপক্ষ দলের ব্যাটারদের। ৭-১৫ ওভারের মধ্যে চলতি মরশুমে ১৮টি ওভার করেছেন সানরাইজার্স অধিনায়ক। মাত্র ৬ উইকেট ঝুলিতে পুরলেও ইকনমি রেট মাত্র ৭.৩৯। যেখানে প্রতি ম্যাচেই এত ভুরি ভুরি রান হচ্ছে সেখানে কামিন্সের এই পরিসংখ্যান কিন্তু সত্যিই প্রশংসনীয়। লখনউয়ের মার্কাস স্টোইনি, দীপক হুডা, নিকোলাস পুরাণের বিরুদ্ধে কামিন্সকেই ঢাল হয়ে নামতে হবে ২২ গজে। আগের ম্য়াচে মার্কো ইয়েনসেনকে খেলানো হয়েছিল। কিন্তু তিনি একেবারেই আশাপ্রদ পারফর্ম করতে পারেননি। সেক্ষেত্রে জয়দেব উনাদকাট হয়ত ফের একাদশে ঢুকে পড়বেন। 


লখনউ শিবিরে চোট আঘাতের কোনও সমস্যা নেই আর। একমাত্র ময়ঙ্ক যাদবের চোট কিছুটা চিন্তার ছিল। তরুণ পেসার হয়ত আর মাঠে এই মরশুমে নামতে পারবেন না। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে লখনউয়ের সবচেয়ে সফল বোলার চলতি মরসুমে মহসিন খান। ৫৪টি বল করে সাতবার আউট করেছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তেও পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। আগের ম্য়াচে অবশ্য ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন হালকা। তবে আশা করা হচ্ছে আজ মাঠে নামতে কোনও সমস্যা হবে না মহসিনের। কুইন্টন ডি কক আগের কয়েকটি ম্য়াচে ব্যাট হাতে নামেননি। তাঁর চোট রয়েছে বলে শোনা যাচ্ছিল। তবে এদিন ২২ গজে ফিরতে পারেন প্রোটিয়া তারকা। এছাড়া দলে আর কোনও বদলের সম্ভাবনা সেরকম নেই। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.