MI Final Sqaud 2022: তুরুপের তাস ঈশান-আর্চার, সঙ্গী রোহিত-বুমরা, কেমন হল এবারের মুম্বই ইন্ডিয়ান্স দল?
শেষ হল আইপিএলের নিলাম (IPL Mega Auction)। এবার হয়েছে মেগা অকশন। সব দলই নতুন করে শিবির গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের দুদিন কাদের কিনল নীতা অম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)?
![MI Final Sqaud 2022: তুরুপের তাস ঈশান-আর্চার, সঙ্গী রোহিত-বুমরা, কেমন হল এবারের মুম্বই ইন্ডিয়ান্স দল? IPL Auction 2022: get to know final squad list of Mumbai Indians, purchased price and other details MI Final Sqaud 2022: তুরুপের তাস ঈশান-আর্চার, সঙ্গী রোহিত-বুমরা, কেমন হল এবারের মুম্বই ইন্ডিয়ান্স দল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/bb5b12216468ccc2681b3aefae01eddc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: শেষ হল আইপিএলের নিলাম (IPL Mega Auction)। এবার হয়েছে মেগা অকশন। সব দলই নতুন করে শিবির গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের দুদিন কাদের কিনল নীতা অম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)?
মুম্বই মোট ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তাঁরা হলেন রোহিত শর্মা, কায়রন পোলার্ড, যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব। তাঁরা ছাড়া নিলাম থেকে আরও ২১ জন ক্রিকেটারকে নিল মুম্বই। সব মিলিয়ে ২৫ জনের দল গড়ল তারা। মোট ৮৯ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করেছে মুম্বই শিবির। নিলামের শেষে ১০ লক্ষ টাকা হাতে পড়ে রইল তাদের। শেষ দিন জোফ্রা আর্চারকে তুলে নিল মুম্বই। সেই সঙ্গে জয়দেব উনাদকাট, টিম ডেভিড, ফ্যাবিয়েন অ্যালেনর মতো বড় নাম তুলে নিল মুম্বই শিবির। সেই সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনকেও তুলে নিয়েছে পাঁচবারের খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
দেখে নেওয়া যাক এবারের মুম্বই দল:
ব্যাটার: ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি টাকা), রাহুল বুদ্ধি (২০ লক্ষ টাকা), রোহিত শর্মা (১৬ কোটি টাকা), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা), আনমোলপ্রীত সিংহ (২০ লক্ষ টাকা)
বোলার: মায়াঙ্ক মারকাণ্ডে (৬৫ লক্ষ টাকা), জয়দেব উনাদকাট (১.৩ কোটি টাকা), টাইমাল মিলস (১.৫ কোটি টাকা), এম অশ্বিন (১.৬ কোটি টাকা), যশপ্রীত বুমরা (১২ কোটি টাকা), বেসিল থাম্পি (৩০ লক্ষ টাকা), রিলে মেরিডিথ (১ কোটি টাকা)
অলরাউন্ডার: সঞ্জয় যাদব (৫০ লক্ষ টাকা), রামনদীপ সিংহ (২০ লক্ষ টাকা), অর্জুন তেন্ডুলকর (৩০ লক্ষ টাকা), তিলক বর্মা (১.৭ কোটি টাকা), হৃতিক শোকিন (২০ লক্ষ টাকা), আর্শাদ খান (২০ লক্ষ টাকা), কায়রন পোলার্ড (৬ কোটি টাকা), জোফ্রা আর্চার (৮ কোটি টাকা), ফ্যাবিয়েন অ্যালেন (৭৫ লক্ষ টাকা), ড্যানিয়েল স্যামস (২.৬ কোটি টাকা), টিম ডেভিড (৮,২৫ কোটি টাকা)
উইকেটকিপার: আরিয়াল জুয়াল (২০ লক্ষ টাকা), ঈশান কিষান (১৫.২৫ কোটি টাকা)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)