SBI FD Interest: শেয়ার বাজারের ধসে স্টেট ব্যাঙ্কে এফডি করলে কত পাবেন ? পাঁচ বছরে ৫, ১০ লাখ রাখলে কত রিটার্ন
Fixed Deposit: জেনে নিন, স্টেট ব্যাঙ্কে (State Bank Of India) পাঁচ বছরের জন্য ৫ বা ১০ লাখ টাকা (Money) রাখলে কত ফেরত পাবেন আপনি।

Fixed Deposit: শেয়ার বাজাররে (Stock Market) বর্তমান অস্থিরতা চিন্তা বাড়িয়ে থাকলে ফিক্সড ডিপোজিট (FD) বা স্থায়ী আমানতে বিনিয়োগ (Investment) করতে পারেন আপনি। সেই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক (SBI) দেয় ঝুঁকিবিহীন নিশ্চিত রিটার্ন। জেনে নিন, স্টেট ব্যাঙ্কে (State Bank Of India) পাঁচ বছরের জন্য ৫ বা ১০ লাখ টাকা (Money) রাখলে কত ফেরত পাবেন আপনি।
কেন স্টেট ব্যাঙ্কের এফডিতে ভরসা করে দেশবাসী
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) হল ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বেশ কয়েকটি সঞ্চয় স্কিম অফার করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি হল স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট স্কিম৷ ভারতে ঝুঁকিমুক্ত রিটার্নের জন্য এই স্কিম বেস জনপ্রিয়। আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে এখানে পাবেন 5 বছরের জন্য 5 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা FD-তে আপনার রিটার্ন সম্পর্কে ধারণা।
SBI 5 বছরের FD সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ জনগণকে 6.50 শতাংশ সুদের হার দিয়ে থাকে।
5 লক্ষ টাকা বিনিয়োগে SBI 5 বছরের FD রিটার্ন
যদি কোনও ব্যক্তি এই ব্যাঙ্কের FD স্কিমে 5 লক্ষ টাকা জমা করেন, তবে তিনি মেয়াদপূর্তিতে প্রায় 6,90,209 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। সেই ক্ষেত্রে জমা পরিমাণের সুদের মূল্য হতে পারে 1,90,209 টাকা।
10 লক্ষ টাকা বিনিয়োগে SBI 5 বছরের FD রিটার্ন
যদি কেউ SBI-এর ফিক্সড ডিপোজিট স্কিমে 10 লক্ষ টাকা জমা করে, তাহলে সেই ব্যক্তি ম্যাচুরিটিতে প্রায় 13,80,419 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। সেই সময় 10 লক্ষ টাকা জমার সুদের মূল্য 3,80,419 টাকা হতে পারে।
প্রবীণ নাগরিকদের জন্য SBI 5 বছরের FD সুদের হার
SBI, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের ওপর 7.50 শতাংশ সুদের হার অফার করে৷
প্রবীণ নাগরিকের 5 লক্ষ টাকা বিনিয়োগের ওপর SBI 5 বছরের FD রিটার্ন
যেহেতু প্রবীণ নাগরিকরা 7.50 শতাংশ সুদের হার পান, তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে 7,24,974 লক্ষ টাকা দেওয়া হয়। 5 লক্ষ টাকা জমার সুদের মূল্য হতে পারে 2,24,974 টাকা।
প্রবীণ নাগরিকের 10 লক্ষ টাকা বিনিয়োগে SBI 5-বছরের FD রিটার্ন
যদি একজন প্রবীণ নাগরিক SBI-এর ফিক্সড ডিপোজিট স্কিমে 10 লক্ষ টাকা জমা করেন, তাহলে সেই ব্যক্তি ম্যাচিউরিটির প্রায় 14,49,948 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। 10 লক্ষ টাকা জমার সুদের মূল্য 4,49,948 টাকা হতে পারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
(তথ্য সৌজন্য : ইন্ডিয়া টিভি)
BSNL Q3 Result : মোদি ম্য়াজিক ? ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
