KKR vs DC Live Score: রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে দিল্লিকে হারাল কেকেআর
IPL 2021 KKR vs DC Live Score: মঙ্গলবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচের আগে নাইট শিবিরকে উদ্বেগে রেখেছিল আন্দ্রে রাসেলের চোট।
রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে দিল্লিকে হারাল কেকেআর। ১০ বল বাকি থাকতে জিতে গেল ম্যাচ।
১০ বলে ২১ রান করে ফিরলেন সুনীল নারাইন। ম্যাচ জিততে আর ১৯ বলে ৬ রান চাই নাইটদের।
কাগিসো রাবাডার এক ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি সুনীল নারাইনের। উঠল ২১ রান। কেকেআরের স্কোর ১১৯/৫।
১৪ বলে ১২ রান করে আবেশ খানের বলে বোল্ড দীনেশ কার্তিক। কেকেআরের স্কোর ৯৬/৫।
পাল্টা চাপে কেকেআর। শূন্য রানে মর্গ্যানকে ফিরিয়ে দিলেন অশ্বিন। কেকেআরের স্কোর ৬৭/৪।
কাগিসো রাবাডার দুরন্ত বোলিং। মেডেন ওভার নিলেন। চাপে পড়ে শেষ বলে মারতে গিয়ে ৩০ রান করে আঈউট হয়ে গেলেন শুভমন গিল। ১১ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৭/৩।
আবেশ খানের বলে ফিরলেন রাহুল ত্রিপাঠি (৫ বলে ৯ রান)। কেকেআরের স্কোর ৪৩/২।
ললিত যাদবের বলে ১৫ বলে ১৪ রান করে বোল্ড হয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের স্কোর ২৮/১।
এক ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৯ রান।
নির্ধারিত ২০ ওভারে ১২৭/৯ স্কোরে আটকে গেল দিল্লি।
শেষ ওভারে পরপর আউট আর অশ্বিন ও ঋষভ পন্থ। দিল্লি ১২২/৮।
১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে একশো তুলল দিল্লি।
ফের বল হাতে চমক বেঙ্কটেশ আইয়ারের। ফেরালেন অক্ষর পটেলকে (৫ বলে ০)। দিল্লির স্কোর ৯২/৬।
ফের উইকেট নারাইনের। এবার তাঁর শিকার ললিত যাদব। খাতা খোলার আগেই ফিরলেন প্যাভিলিয়নে।
বেঙ্কটেশ আইয়ারের বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শিমরন হেটমায়ার (৫ বলে ৪ রান)। দিল্লির স্কোর ৮৮/৪।
আউট স্মিথ। ফার্গুসনের বলে বোল্ড দিল্লি ক্যাপিটালসের অজি তারকা।
৯ ওভারের শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ৫২ রান।
সুনীল নারাইনের বলে বোল্ড শ্রেয়স আইয়ার। দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় উইকেটের পতন। স্কোর ৪০/২।
দিল্লির প্রথম উইকেটের পতন। ফার্গুসনের বলে ক্যাচ আউট হলেন ধবন।
প্রথম ৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৩০।
প্যাট কামিন্সের পরিবর্ত হিসাবে টিম সাউদিকে দলে নিয়েছিল কেকেআর। নাইট জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।
প্রেক্ষাপট
আবু ধাবি: মঙ্গলবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচের আগে নাইট শিবিরকে উদ্বেগে রেখেছিল আন্দ্রে রাসেলের চোট।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। কেকেআরের মেন্টর ডেভিড হাসি অবশ্য জানিয়েছিলেন, রাসেলের চোট কতটা গুরুতর সে ব্য়াপারে এখনও বলার মতো পরিস্থিতি নেই। তবে দিল্লির বিরুদ্ধে রাসেলের খেলা নিয়ে ঘোর সংশয় ছিলই। শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই নামল কেকেআর।
এই ম্যাচের আগে অনেক ভাল জায়গায় দিল্লি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে দিল্লি। ১০ ম্য়াচে ঋষভ পন্থদের পয়েন্ট ১৬ এবং আইপিএলের ইতিহাসে কোনও দল এ যাবৎ ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠতে পারেনি এমন নজির নেই। শেষ চার ম্যাচের দুটিতে জিতলেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলবে দিল্লি।
অন্য দিকে জটিল ধাঁধা রয়েছে কেকেআরের প্লে অফ দৌড়কে ঘিরে। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও সমান পয়েন্ট রয়েছে আরও তিন দলের। রান রেটে এগিয়ে থাকায় চার নম্বরে রয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে প্রথম পর্বের তুলনায় নাইট শিবিরের ছবিটা কিছুটা ইতিবাচক। কারণ, সংযুক্ত আরব আমিরশাহি পর্বে প্রথম দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের মতো দুই শক্তিশালী দলকে হারিয়েছে কেকেআর। যা তাদের প্লে অফের স্বপ্নকে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবশ্য জেতার মতো পরিস্থিতি থেকে হেরে গিয়েছে কেকেআর। ওই ম্যাচ জিতলে অনেক ভাল জায়গায় থাকতে পারত নাইটরা।
ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার কেকেআর শিবিরের নতুন আবিষ্কার। ছন্দে অন্য় ওপেনার শুভমন গিলও। পেসার লকি ফার্গুসন ও দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনও ফর্মে রয়েছেন। তবে উদ্বেগ থাকবে অধিনায়ক অইন মর্গ্যানের ফর্ম নিয়ে। গত আইপিএলের পর থেকে টি-টোয়েন্টিতে মর্গ্যানের ব্যাটিং গড় ১৮.৯২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -