LSG vs MI Live Score Updates: লখনউয়ের বিরুদ্ধেও হার, লাস্টবয় হিসাবেই এ মরশুমের আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স
MI vs LSG Live: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়ে চারটি ম্যাচেই জয় পয়েছে লখনউ সুপার জায়ান্টস।
LIVE

Background
MI vs LSG Live: লখনউয়ের জয়
জয় দিয়ে আইপিএলের অভিযান শেষ করল লখনউ সুপার জায়ান্টস। ১৯৬ রানে থামল মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই।
MI vs LSG Live Score: নমনের জীবনদান
নবীন উল হকের বলে বড় শট মারতে গিয়ে নমন ধীর ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দেন। ২৭ রানে আউট হয়েই সাজঘরে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নবীনের সেই বলটি নো বল হওয়ায় জীবনদান পান নমন। এই নো বল লখনইউকে ভোগায় কি না সেটাই দেখার।
MI vs LSG Live: পরপর ওভারে উইকেট
আগের ওভারেই মহসিন খানের বলে ১৬ রানে আউট হন হার্দিক পাণ্ড্য। পরের ওভারেই নেহাল ওয়াদেরাকে আউট করলেন রবি বিষ্ণোই। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৫/৫। শেষ ছয় ওভারে জয়ের জন্য পল্টনদের আরও ৯০ রানের প্রয়োজন।
MI vs LSG Live Score: বড় উইকেট
বিরাট বড় সাফল্য পেলেন রবি বিষ্ণোই। দুরন্ত ছন্দে দেখানো রোহিত শর্মাকে ৬৮ রানে ফেরালেন তিনি। শতরানের দোরগোড়ায় তৃতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯৮/৩।
MI vs LSG Live: শুরু ম্যাচ
বেশ কিছুক্ষণ থেমে থাকার পর শুরু হল ম্যাচ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
