Mustafizur Rahman: মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা জানতেনই না বিসিসিআই কর্তারা!
IPL 2026: আইপিএলে কেকেআর নিলাম থেকে মুস্তাফিজুরকে নিয়েছিল দলে। তাঁকে দলে নিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

মুম্বই: মুস্তাফিজুর রহমন ও তাঁর আইপিএলে নিষিদ্ধ হওয়ার খবর চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছে। কিন্তু বাংলাদেশের তারকা বাঁহাতি বোলারকে বাদ দেওয়ার কথা না কি জানতেনই না বিসিসিআইয়ের কর্তারা! হ্যাঁ, এমনই খবর প্রকাশ্যে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে তাঁর সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সব সিদ্ধান্ত নাকি নিয়েছেন বোর্ডের শীর্ষ কর্তারা।
আইপিএলে কেকেআর নিলাম থেকে মুস্তাফিজুরকে নিয়েছিল দলে। তাঁকে দলে নিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তাঁকে যে আগামী আইপিএলে খেলতে দেওয়া হবে না তা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ANI-তে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ''সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।''
নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমরা কেউই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়টি জানতাম না। এই নিয়ে বোর্ডে আমাদের সবার মধ্যে কোনও বৈঠকও হয়নি। সংবাদমাধ্যমের মাধ্যমে পুরো বিষয়টি জানতে পারি আমরা। বোর্ডের ওপরমহলের কর্তাদের সিদ্ধান্ত ছিল পুরোটাই। এই বিষয়ে পরস্থিতি সামাল দেওয়ার জন্য কী করণীয় তা নিয়েও কোনও আলোচনা হয়নি।''
ভেঙে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান!
বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করা নুরুল হাসান বলেছেন, মুস্তাফিজুর রহমান দলের একজন বিশ্বমানের বোলার এবং তিনি অনেক দিন ধরেই তা প্রমাণ করে আসছেন। হাসান বলেছেন যে, সবাই মুস্তাফিজুর রহমানের উপর আস্থা রাখে এবং তাঁর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। নুরুল হাসান আরও বলেছেন যে, মুস্তাফিজুর রহমান এখন শান্ত এবং স্বাভাবিক আছেন, তবে কেকেআর ছেড়ে দেওয়ায় তিনি কিছুটা হতাশ হয়ে পড়েন। হাসান বলেছেন যে, মুস্তাফিজুর রহমানের এখনও পর্যন্ত যা প্রাপ্তি, তা তিনি অর্জন করেছেন এবং তিনি সবসময় বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে চান। তবে রংপুর রাইডার্সের অধিনায়ক আরও ফাঁস করেছেন যে, কেকেআর ছেড়ে দিয়েছে খবর শুনে মুস্তাফিজুর রহমান ভেঙে পড়েছিলেন।
এদিকে, ২০২৫ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সিরিজ হওয়ার কথা ছিল, যা বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গিয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাংলাদেশে গিয়ে খেলার কথা ছিল। সফর স্থগিত হয়ে যাওয়ার পর বলা হয়েছিল যে, এই সিরিজটি ২০২৬ সালে হবে। কিন্তু আপাতত এই সফর বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।




















