KKR vs DC, IPL 2023 Live: রানা, বরুণদের লড়াই ব্যর্থ, কেকেআরকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল দিল্লি ক্য়াপিটালস
IPL 2023, Match 28, KKR vs DC: কেকেআর দিল্লির শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে দিল্লি ক্যাপিটালস এবং দুুইটি ম্যাচে কেকেআর জয় পেয়েছে।
মাত্র ১২৮ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করেও শেষমেশ চার উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজিত হতে হল কেকেআরকে। ১৯ রানে অপরাজিত থেকে দিল্লির জয় সুনিশ্চিত করলেন অক্ষর পটেল।
১২৭ রান তুললেও কোনওক্রমে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে কেকেআর। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৭৩/৩। ওয়ার্নার বর্তমানে ৪৮ রানে ব্যাট করছেন। দিল্লির জয়ের জন্য ১০ ওভারে আর ৫৫ রানের প্রয়োজন।
মাত্র ১২৮ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুটা দারুণভাবে করেছে। ৩ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৩১ রান। ওয়ার্নার ২৩ ও পৃথ্বী শ ৭ রানে ব্যাট করছেন।
ইনিংসের ২০তম ওভারে মুকেশ কুমারের বিরুদ্ধে রাসেল তিনটি ছক্কা হাঁকালেও কেকেআর ১২৭ রানেই অল আউট হয়ে গেল। রাসেল ৩৮ রানে অপরাজিত রইলেন।
১৭তম ওভারে নয় উইকেট হারিয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করল কেকেআর। ক্রিজে উপস্থিত আন্দ্রে রাসেলই কেকেআরের শেষ ভরসা। তিনি আপাতত ১৪ রানে ব্যাট করছেন।
১৫তম ওভারে মাত্র দুই রান খরচ করে দুই উইকেট নিলেন কুলদীপ। ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফিরলেন জেসন রয়। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নেমে এক বলের বেশি টিকতে পারলেন না অনুকুল রায়ও। ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৪/৮।
ব্যাট হাতে সুনীল নারাইনের দুঃস্বপ্নের আইপিএল অব্যাহত। মাত্র চার রানে সাজঘরে ফিরলেন নারাইন। ১১.২ ওভারে ৭০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলল কেকেআর। তবে ক্রিজে এখনও ৩৪ রানে অপরাজিত রয়েছেন জেসন রয়।
কেকেআরের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। নবম ওভারে ৫০ রানের গণ্ডি পার করার পরেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলল কেকেআর। ১২ রান করে সাজঘরে ফিরলেন মনদীপ সিংহ। এর আগে নীতীশ রানা মাত্র ৪ রানে সাজঘরে ফিরেছেন।
গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন, এই ম্যাচে শূন্য রানেই সাজঘরে ফিরতে হল বেঙ্কটেশ আইয়ারকে। তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন আনরিখ নরকিয়া। ফের একবার শুরতেই পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর। ৪ ওভার শেষে নাইটদের স্কোর ২৯/২।
চার মেরে ইনিংসের শুরুটা দুরন্তভাবে করেছিলেন লিটন দাস। তবে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ তিনি। চার রানেই তাঁকে সাজঘরে ফেরালেন মুকেশ কুমার। ২ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫/১।
চার মেরে নিজের আইপিএল অভিযান শুরু করলেন লিটন দাস। প্রথম ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৫ রান।
টসে জিতলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে বোলিং করবে দিল্লি। দিল্লি দলে দুই বদল ঘটানো হল। মুস্তাফিজুর ও অভিষেক পোড়েল বাদ পড়লেন, সুযোগ পেলেন ফিল সল্ট ও ইশান্ত শর্মা। কেকেআর একাদশে চার বদলের ঘোষণা করেন নাইট অধিনায়ক নীতীশ রানা।
৭.৪৫ মিনিট নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। তারপরেই এই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
কেকেআর-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। ম্য়াচের আগেই বর্তমানে নয়াদিল্লিতে হালকা বৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে টস অন্তত হচ্ছে না। পিচ এখনও ঢাকা রয়েছে। তবে খেলোয়াড়রা মাঠের ধারে অনুশীলন সারছেন।
এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার কেকেআরের মাথাব্যথার বড় কারণ হয়ে উঠতে পারেন। ওয়ার্নারের রেকর্ড কেকেআরের বিরুদ্ধে খুবই ভাল। তিনি ২৬ ইনিংসে ১৪৫.৬৪ স্ট্রাইক রেটে নাইটদের বিরুদ্ধে মোট ১০১৬ রান করেছেন। ওয়ার্নারের চার আইপিএল শতরানের দুইটিই এসেছে কেকেআরের বিপরীতে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের পর মুম্বই ইন্ডিয়ান্স, জোড়া ম্যাচে টানা দুই হারের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারানোর পর টানা দু'ম্যাচে হেরে এই মুহূর্তে লিগ তালিকার সাত নম্বরে নেমে গিয়েছে কেকেআর (KKR)। হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা নিয়েই মাঠে নামছেন নীতীশ রানা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Aiyer)। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা চলতি আইপিএলে এখনও জয়ের মুখই দেখেনি। এখনও পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছে ডেভিড ওয়ার্নার, সরফরাজ খানরা, যার মধ্যে সবকটিতেই হেরেছে তারা। ঋষভ পন্থের অনুপস্থিতিতে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কোচিংয়ে থাকা দিল্লি ফ্র্যাঞ্চাইজি মরিয়া জয়ের রাস্তায় ফিরতে।
আইপিএল (IPL) লম্বা প্রতিযোগিতা হলেও এখনও যদি জয়ের রাস্তা খুঁজে না পায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাহলে চলতি আইপিএলের প্লে-অফের অঙ্ক কষা কার্যত আর হবে না তাদের। তাই ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরার জন্য মরিয়া চেষ্টাতেই নামবে তারা। প্রথম একাদশে তারা কী পরিবর্তন করবে সেদিকেই থাকবে নজর। মিডল অর্ডারে রভম্যান পাওয়ালের প্রত্যাবর্তন হবে কি না, পেস বিভাগে আনরিখ নর্জে না রাউলি রুসো কার ওপর আস্থার রাখবে দিল্লি দল, সেটাই দেখার। এদিকে, কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বাংলার হয়ে রনজি খেলা দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েল, কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকেও।
পাশাপাশি জোড়া হারের পর কেকেআর শিবিরেও বদল আসতে হতে পারে বলেই সম্ভাবনা প্রবল। ব্রিটিশ ব্যাটার জেসন রয়ের কেকেআর জার্সিতে অভিষেক হতে পারে দিল্লির বিরুদ্ধে। সেক্ষেত্রে চার বিদেশির কম্বিনেশন বজায় রাখতে কলকাতা টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশের বাইরে রাখতে পারে রাহমানুল্লা গুরবাজকে। কিপার-ব্যাটসম্যান গুরবাজ দলের বাইরে গেলে সেক্ষেত্রে উইকেটের পিছনে দেখা যেতে পারে অন জগদীশনকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -