এক্সপ্লোর
উত্তেজক ম্যাচে সুপার ওভারে জয় দিল্লির
কে এল রাহুল জানিয়েছেন, উইকেট তাজা। এই উইকেট কেমন আচরণ করবে বুঝতে পারছেন না। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করছেন।

Background
দুবাই: দিল্লির বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। তিনি জানিয়েছেন, উইকেট কেমন আচরণ করবেন বুঝতে পারছেন না। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করছেন। দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ারও জানিয়েছেন, তাঁরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিংই করতেন।
23:47 PM (IST) • 20 Sep 2020
৬০ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেও ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন ময়ঙ্ক। অন্যদিকে, ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নায়ক হয়ে গেলেন স্টোইনিস।
23:43 PM (IST) • 20 Sep 2020
গতকাল মুম্বই-চেন্নাই ম্যাচের নিষ্পত্তি হয়েছিল শেষ ওভারে। আজ তার চেয়েও উত্তেজক হল দিল্লি-পঞ্জাব ম্যাচ। শেষ বলে টাই হওয়ার পর সুপার ওভারে ম্যাচের ফয়সলা হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ রানেই ২ উইকেট হারায় পঞ্জাব। এরপর কোনও উইকেট না হারিয়েই ৩ রান তুলে ম্যাচ জিতে নিল দিল্লি।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















