এক্সপ্লোর
Advertisement
অনিশ্চিত সনি, কাল আইজলের সামনে মোহনবাগান
কলকাতা: চটকদার ফুটবল নয়৷ শনিবার যেকোন মূল্যে তিন পয়েন্ট পাওয়াটাই লক্ষ্য৷ আইজল এফসি-র বিরুদ্ধে আই লিগ-ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন৷ মরশুমের প্রথম ডার্বির আগে ম্যাচ জিতে মনের জোর বাড়িয়ে রাখতে চায় বাগান৷
আই লিগের প্রথম ৫ টি খেলায় নয় গোল করা হয়ে গেলেও সেট পিস মুভমেন্ট থেকে সাফল্যের হার তেমন বেশি নয়। তাই আইজল ম্যাচের আগে বেশি করে ফ্রি কিক মারতে দেখা গেল ড্যারেল ডাফি, জেজেদের।
ইস্টবেঙ্গল, মোহনবাগানের পরেই আই লিগ টেবলে আপাতত জায়গা করে নিয়েছে আইজল এফসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্টে থাকা প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিতেই হবে, বক্তব্য ফর্মে থাকা সবুজ মেরুন স্ট্রাইকার ড্যারেল ডাফির। বাগানের স্কটিশ স্ট্রাইকার বলেছেন, ‘ওরা মাত্র একটি খেলায় হেরেছে। আমরা ওদের অনেক খেলা ডিভিডি-তে দেখেছি। ওরা খুব ভাল দল ফলে জেতা সহজ হবে না।’
বলবন্ত সিংহ, রাজু গায়কোয়াড়, কিন লিউইস, এডু-র মতো ফুটবলাররা চোটের জন্য নামতে পারবেন না আইজলের বিরুদ্ধে ম্যাচে। ম্যাচের আগের দিন হাল্কা ফিটনেস ট্রেনিং করলেন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সনি নর্ডি। তবে তিনি এখনও অনিশ্চিত। শুক্রবার অনুশীলনের পর বাগানের হাইতিয়ান তারকা বলেছেন, ‘আমার ব্যথা রয়েছে তবুও মাঠে নামতে চাইছি। কোচ বলেছেন ব্যথা থাকলে বিশ্রাম নিতে। কারণ এরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এএফসি কাপে ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।’
চলতি মরশুমে মোহনবাগানের খেলা নজর কেড়ে নিয়েছে বিশেষজ্ঞদের। আইজল ম্যাচে অবশ্য নজরকাড়া ফুটবলের কথা না ভেবে শুধুই তিন পয়েন্টের দিকে নজর মোহনবাগান কোচের।
এবারের আই লিগে প্রথম ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে ১-১ গোলে আটকে দিয়েছিল আইজল এফসি। খালিদ জামিলের দল বরবারই লড়াই করে। তাদের বিরুদ্ধে ম্যাচের আগে তাই সতর্ক সঞ্জয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement