এক্সপ্লোর
Advertisement
রাঁচি স্টেডিয়ামে নজর কাড়ল ধোনির নতুন গাড়ি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের চতুর্থ দিনে ভারত বড় ব্যবধানে জয়ী হয়েছে।ইনিংস ও ২০২ রানে ম্যাচ জিতেছে বিরাট কোহলির দল। ভারত সিরিজ জিতেছে ৩-০ তে। রাঁচিতে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুমে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য সহ খেলোয়াড়দের অভিনন্দন জানালেন প্রাক্তন অধিনায়ক।
রাঁচি: মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের চতুর্থ দিনে ভারত বড় ব্যবধানে জয়ী হয়েছে।ইনিংস ও ২০২ রানে ম্যাচ জিতেছে বিরাট কোহলির দল। ভারত সিরিজ জিতেছে ৩-০ তে। রাঁচিতে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুমে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য সহ খেলোয়াড়দের অভিনন্দন জানালেন প্রাক্তন অধিনায়ক। ঘরের মাঠে ভারতীয় দল টেস্ট খেলছে। কিন্তু ধোনিকে আসেননি স্টেডিয়ামে। অবশেষে ভারতের জয়ের পর তিনি আসেন। আর এরইমধ্যে সকলের নজর কেড়ে নিয়েছে তাঁর নতুন গাড়ি।
ধোনি স্টেডিয়াম ছাড়লেন বিলাসবহুল ও মহার্ঘ নতুন এসএউভি-নিসান জোঙ্গা গাড়িতে চড়ে। সবুজ রঙের জিপে তাঁর যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার ম্যাচের পর ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে। গাড়ি ও বাইকের প্রতি ধোনি আকর্ষণ কারুর অজানা নয়। তাঁর গ্যারাজে সম্প্রতি এসেছে এই গাড়িটি। ফেরারি ৫৯৯ জিটিও, হ্যামার এইচ২, জিএমসি সিয়েরা-র মতো গাড়ি আগেই ছিল ধোনির। একইসঙ্গে রকমারি বাইকের সম্ভারও রয়েছে মাহির। ধোনি বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এবং বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচ তাঁকে খেলতে দেখা যায়নি। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে তিনি খেলেননি। জানা গেছে, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজেও তিনি দলে থাকছেন না।.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!????????#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement