এক্সপ্লোর
Advertisement
স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে অব্যাহতি রাহুল দ্রাবিড়ের
স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে ন্যাশনাল ক্রিকেট অকাডেমি (এনসিএ)-র প্রধান রাহুল দ্রাবিড়কে অব্যাহতি। বিসিসিআই-এর ওম্বুডসম্যান তথা এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন এই অভিযোগ সম্পর্কে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ক্লিনচিট দিলেন।
নয়াদিল্লি: স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে ন্যাশনাল ক্রিকেট অকাডেমি (এনসিএ)-র প্রধান রাহুল দ্রাবিড়কে অব্যাহতি। বিসিসিআই-এর ওম্বুডসম্যান তথা এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন এই অভিযোগ সম্পর্কে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ক্লিনচিট দিলেন। জৈন বলেছেন, দ্রাবিড়ের কোনও কিছুতেই স্বার্থের সংঘাত দেখতে পাননি তিনি।
সংবাদসংস্থা জানিয়েছে, জৈন বলেছেন, দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মামলা ধোপে টিকছে না। সেজন্য অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে এবং এই নির্দেশ দ্রাবিড়, অভিযোগকারী এবং বিসিসিআই-কে জানিয়ে দেওয়া হবে।
দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএ-র কার্যবলীর নেতৃত্বে রয়েছেন। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা তাঁর বিরুদ্ধে বিসিসিআই-এর এথিক্স অফিসারের কাছে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিকেই দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের নোটিশ পাঠানো হয়েছিল।
গুপ্তার অভিযোগ ছিল, এনসিএ-র ডিরেক্টর হওয়ার পাশাপাশি দ্রাবিড় ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। এই ইন্ডিয়া সিমেন্টস গ্রুপ আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের মালিক।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রাবিড় জানিয়েছিলেন যে, ইন্ডিয়া সিমেন্টের কাছ থেকে গরহাজিরার জন্য তিনি ছুটি নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement