এক্সপ্লোর
টসে জিতে ব্যাটিং নিউজিল্যান্ডের

রাঁচি: চলতি একদিনের সিরিজের শেষ তথা চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিং নিল নিউজিল্যান্ড। ভারত ইতিমধ্যেই ২-১ সিরিজে এগিয়ে রয়েছে। এই ম্যাচ ভারত জিতলে টেস্টের পর একদিনের সিরিজেও হারবে নিউজিল্যান্ড। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে।জসপ্রিত বুমরার জায়গায় দলে নেওয়া হয়েছে ধবল কুলকার্নিকে। নিউজিল্যান্ড এদিন তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। সান্তনারের সঙ্গে ইশ সোধি ও অ্যান্টন ডেবচিক স্পিন আক্রমণ সামলাবেন।উইকেটরক্ষক বি ওয়াটলিং লিউক রঞ্চির বদলে খেলছেন। ম্যাট হেনরিও বাদ পড়েছেন। ভারত রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, এম এস ধোনি, মনোজ পান্ডে, কেদার যাদব, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্র, উমেশ যাদব, ধবল কুলকার্নি নিউজিল্যান্ড মার্টিন গুপ্তিল, টি লাথাম, কে উইলিয়ামসন, রস টেলর, সি অ্যান্ডারসন, বি ওয়াটলিং, এ ডেবকিচ, এম সান্তনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















