বিরাটের 'প্রাক্তন প্রেমিকার' সঙ্গে সময় কাটিয়েছিলেন, তাই ভালো চোখে দেখতেন না তাঁকে, বিতর্ক উস্কে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
নিক কম্পটনের দাবি, বিরাট ওই মহিলাকে তাঁর বান্ধবী হিসেবে দাবি করলেও, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন, কোহলি তাঁর অতীত মাত্র!
মুম্বই: বিরাট-অনুষ্কার প্রেম থেকে বিয়ে, ভারতীয় ক্রিকেট অন্দরমহলের রূপকথার মতো। বিরাটের প্রাক্তন প্রেমিকা কে ছিলেন, ভুলতে বসেছেন অনেকেই। কিন্তু ক্রিকেট দুনিয়ার অনেকেই যে তাঁকে ভোলেননি, প্রমাণ মিল সম্প্রতি। বিরাটের প্রাক্তন প্রেমের গপ্পো নিয়ে আবার শুরু গুঞ্জন। সৌজন্যে প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার নিক কম্পটন। প্রাক্তন ক্রিকেট তারকা সম্প্রতি দাবি করলেন, বিরাট মোটেই তাঁর প্রতি খুশি ছিলেন না এক সময়। কারণ? কম্পটন নাকি কোহলির তৎকালীন প্রেমিকার সঙ্গে ২০১২ সালে টেস্ট সিরিজ শুরুর আগে কিছুটা 'ভাল সময়' কাটিয়ে ছিলেন। সেটা নাকি মোটেই ভাল চোখে দেখেননি বিরাট। রোষ উগরে দিয়েছিলেন ক্রিজে। মাঠে তাঁর প্রতি কিছু কটূক্তিও করেছিলেন তিনি। এমনটাই দাবি ইংল্যান্ড দলের প্রাক্তন খেলোয়াড়ের। নিক কম্পটনের দাবি, বিরাট ওই মহিলাকে তাঁর বান্ধবী হিসেবে দাবি করলেও, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন, কোহলি তাঁর অতীত মাত্র! ব্রিটিশ খেলোয়াড় বলেন, '২০১২-য় সিরিজ শুরুর আগে, কেভিন পিটারসেন, যুবরাজ ও আমি এক সন্ধেয় ঘুরতে বেরিয়েছিলাম। তখনই ওই মহিলার সঙ্গে দেখা।' এজেস অ্যান্ড স্লেজ ক্রিকেট পডকাস্টে কথা বলতে গিয়ে এই দাবি করেন তিনি। সেইসঙ্গে তাঁর দাবি, বিরাটের তাঁর উপর এতটাই রোষ ছিল যে, যখনই ব্যাট করতে নামতেন নিক, তখনই বিরাট কোনও না কোনও মন্তব্য ছুড়ে দিতেন। বলাই বাহুল্য তখনও অনুষ্কা বিরাটের জীবনে আসেননি। ২০১৩-এ যুগলের পরিচয় ও নৈকট্য। তার পরের গল্পটা তো সকলেরই জানা!