এক্সপ্লোর
Advertisement
প্রধান নির্বাচককে ট্যুইটে কটাক্ষ করলেও রায়াডুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিসিসিআই
আজ বিসিসিআই এই বিতর্কে জল ঢেলে দিল।
নয়াদিল্লি: বিশ্বকাপের দল থেকে বাদ যাওয়ার পর ট্যুইট করে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের মন্তব্যকে কটাক্ষ করলেও, অম্বাতি রায়াডুর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বিসিসিআই। আজ এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আমরা রায়াডুর ট্যুইট দেখেছি। তবে বুঝতে হবে, সেই সময় ও আবেগপ্রবণ হয়ে পড়েছিল। হতাশা আসতেই পারে। মাত্রা না ছাড়িয়ে হতাশা প্রকাশ করার উপায় থাকতেই পারে। ওর হতাশা দূর করতে কিছুটা সময় লাগবে। আমরা সেটা বুঝতে পারছি। ওকে শাস্তি দেওয়ার কোনও কারণ নেই। তাছাড়া ও স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। কোনও খেলোয়াড় চোট পেলে ও বিশ্বকাপে যাবে।’
Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019
সোমবার দল ঘোষণার সময় রায়াডুর বদলে বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া প্রসঙ্গে প্রসাদ বলেন, শঙ্করের ‘ত্রিমাত্রিক’ গুণ আছে। এই মন্তব্যকে কটাক্ষ করে রায়াডু ট্যুইট করেন, ‘বিশ্বকাপ দেখার জন্য ত্রিমাত্রিক চশমার অর্ডার দিয়েছি।’ এই ট্যুইট নিয়ে বিতর্ক শুরু হয়। তবে আজ বিসিসিআই এই বিতর্কে জল ঢেলে দিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement