Ind vs Afg Live Updates: রোহিতের সেঞ্চুরি, বিরাটের অর্ধশতরান, ১৫ ওভার বাকি থাকতেই জয় ভারতের

ODI World Cup 2023 Live: ২০১৯ বিশ্বকাপের পর থেকে গত ৪ বছরে মাত্র ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান।

ABP Ananda Last Updated: 11 Oct 2023 09:00 PM
IND Vs AFG Live Score: বিরাটের অর্ধশতরান, জয় ভারতের

অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচও জেতালেন ভারতকে।

IND Vs AFG Live Score: রশিদের বলে আউট রোহিত

১৩১ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরলেন রোহিত শর্মা। নিজের ৮৪ বলের ইনিংসে হাঁকালেন ১৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।

IND Vs AFG Live Score: আউট ঈশান কিষাণ

৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ। 

IND Vs AFG Live Score: রেকর্ড গড়ে সেঞ্চুরি রোহিতের

মাত্র ৬৩ বলে সেঞ্চুরি পূরণ রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে হিটম্যানের ব্যাটে একাধিক রেকর্ড।

IND Vs AFG Live Score: সেঞ্চুরির হাতছানি রোহিতের

১৬ ওভার শেষে বিনা উইকেটে ১৩৫ রান তুলে নিল ভারতীয় দল। শতরানের দোরগোড়ায় রোহিত শর্মা।

IND Vs AFG Live Score: অর্ধশতরান রোহিতের

অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ৩০ বলে অর্ধশতরানের গণ্ডি পেরোলেন হিটম্যান।

IND Vs AFG Live Score: ৫ ওভারে ভারতের স্কোর ৩৭/০

৫ ওভার শেষে বিনা উইকেটের বিনিময়ে ৩৭ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। দুরন্ত ফর্মে রোহিত শর্মা। রেকর্ড গড়ে টেক্কা সৌরভকে। 

IND Vs AFG Live Score: ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩/০

৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৩ রান তুলে নিল ভারত। 

IND Vs AFG Live Score: রান তাড়া করতে নামল ভারত

রান তাড়া করতে নামল ভারতীয় দল। ওপেনে নেমেছেন রোহিত ও ঈশান। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান বোর্ডে তুলল ভারত।

IND Vs AFG Live Score: ৫০ ওভারে আফগানিস্তান তুলল ২৭২/৮

রশিদ খানকে ফেরালেন বুমরা। সব মিলিয়ে ৪ উইকেট তাঁর। ৫০ ওভারে আফগানিস্তান তুলল ২৭২/৮। ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৭৩ রানের।

Ind vs Afg Live Score: ৪৭ ওভারে আফগানিস্তানের স্কোর ২৪৭/৭

১৯ রান করে ফিরলেন মহম্মদ নবি। ৪৭ ওভারে আফগানিস্তানের স্কোর ২৪৭/৭।

IND Vs AFG Live Score: আউট নবি

আফগানিস্তানের সপ্তম উইকেটের পতন। ১৯ রান করে বুমরার বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মহম্মদ নবি।

ODI World Cup 2023 Live: আফগানিস্তানের স্কোর ২২৯/৬

৮০ রান করে কুলদীপ যাদবের বলে ফিরলেন হাশমাতুল্লাহ শাহিদি। নাজিবকে ফেরালেন বুমরা। ৪৪.৪ ওভারে আফগানিস্তানের স্কোর ২২৯/৬।

Ind vs Afg Live: ওমরজাইকে বোল্ড করে দিলেন হার্দিক

ওমরজাইকে (৬২ রান) বোল্ড করে দিলেন হার্দিক। ৩৭ ওভারের শেষে আফগানিস্তান ২০১/৪।

Ind vs Afg Live: ৩৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১৮০/৩

হাশমাতুল্লা ও ওমরজ়াই - হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন দুজনই। ৩৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১৮০/৩।

IND Vs AFG Live Score: ২৯ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১৩৭/৩

২৯ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১৩৭/৩। হাফসেঞ্চুরির পথে এগোচ্ছেন হাশমাতুল্লা ও ওমরজ়াই - দুজনই।

IND Vs AFG Live Score: ২১ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৮৬/৩

২১ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৮৬/৩। হাশমাতুল্লাহ শাহিদি ১৬ রানে ও আজমাতুল্লা ওমরজাই ৭ রানে ক্রিজে।

IND Vs AFG Live: ৩ বলের ব্যবধানে ফিরে গেলেন গুরবাজ ও রহমত

গুরবাজ়কে (২৮ বলে ২১ রান) ফিরিয়ে দিলেন হার্দিক পাণ্ড্য। ২২ বলে ১৬ রান করে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হলেন রহমত শাহ। ১৫ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৭০/৩।

ODI World Cup 2023 Live: ৯ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৪২/১

ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন রহমানুল্লাহ গুরবাজ় ও রহমত আলি। ৯ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৪২/১।

ODI World Cup 2023 Live: বুমরার বলে কট বিহাইন্ড ইব্রাহিম

যশপ্রীত বুমরার বলে কট বিহাইন্ড ইব্রাহিম জাদ্রান। ২৮ বলে ২২ রান করে ফিরলেন তিনি। ৭ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৩২/১।

IND Vs AFG Live Score: ২ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৬/০

নতুন বলে ভাল শুরুর যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়ের। ২ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৬/০।

Ind vs Afg Live: বাদ পড়লেন অশ্বিন

বিশ্বকাপে এক ম্যাচ খেলেই ফের ধাক্কা খেলেন আর অশ্বিন। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেই বাদ পড়লেন তামিলনাড়ুর অফস্পিনার। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল শার্দুল ঠাকুরকে।

IND Vs AFG Live: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। রোহিত শর্মা জানালেন, পরে ব্যাটিং করায় সুবিধাই হবে তাঁদের। কারণ, শিশিরের জন্য দ্বিতীয়ার্ধে বোলারদের সমস্যা হতে পারে।

ODI World Cup 2023 Live: কোথায় দেখবেন ম্যাচ?

ম্যাচ শুরু দুপুর ২টোয়। টস তার ঠিক আধ ঘণ্টা আগে, দুপুর ১.৩০। ভারত বনাম আফগানিস্তান ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। যাঁদের টিভির সামনে বসে পড়ার উপায় নেই, স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার।

Ind vs Afg Live: পিচ নিয়ে ধোঁয়াশা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এসেছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই মাঠেই এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল। সেই পিচেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর মনে করেন যে এখনও পিচ নিয়ে ধোঁয়াশায় ভারতীয় শিবির। যেই পিচে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল, সেই পিচেই খেলা আদৌ হবে কি না আজকের ম্যাচ , তা এখনও জানে না ভারতীয় শিবির। 

Ind vs Afg Live Score: আজ কঠিন পরীক্ষা আফগানদের

টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল আফগানিস্তান (Afghanistan Cricket Team)। বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পটু। দলের ক্রিকেটারেরা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। কিন্তু ওয়ান ডে পারফরম্য়ান্সে সেই ধার নেই। ২০১৯ বিশ্বকাপের পর থেকে গত ৪ বছরে মাত্র ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। সব মিলিয়ে ১৫৩টি ওয়ান ডে খেলার ইতিহাস। যে কারণে বুধবারের ম্যাচেও ভারতের বিরুদ্ধে আফগানদের কঠিন লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: বিশ্বকাপে (ODI World Cup) প্রথম সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) বলেছিলেন, তাঁর দল কতটা দক্ষ। তার পরেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা। দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের সামনে অন্যতম ফেভারিট ভারত (Ind vs Afg)। যারা প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আফগানদের সামনে তাই ফের অগ্নিপরীক্ষা।


টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল আফগানিস্তান। বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পটু। দলের ক্রিকেটারেরা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। কিন্তু ওয়ান ডে পারফরম্য়ান্সে সেই ধার নেই। ২০১৯ বিশ্বকাপের পর থেকে গত ৪ বছরে মাত্র ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। সব মিলিয়ে ১৫৩টি ওয়ান ডে খেলার ইতিহাস। যে কারণে বুধবারের ম্যাচেও ভারতের বিরুদ্ধে আফগানদের কঠিন লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।


এই ম্যাচের জন্য কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল এই ম্যাচেও খেলতে পারবেন না। তিনি দলের সঙ্গে নয়াদিল্লি যাননি। চেন্নাইয়েই চিকিৎসা চলছে তাঁর। আফগানিস্তানের বিরুদ্ধেও তাই রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন ঈশান কিষাণ। তিনে বিরাট কোহলি। চারে কে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি শ্রেয়স আইয়ার। বাজে শট খেলে আউট হয়ে জলকে চাপে ফেলেছিলেন। কোনও কোনও মহল থেকে এই ম্যাচে তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদবকে খেলানোর কথা বলা হচ্ছে। তবে দৌড়ে এগিয়ে থাকবেন শ্রেয়সই। পাঁচে কে এল রাহুল। ছয়ে হার্দিক পাণ্ড্য। বোলিং বিভাগে খুব একটা বদলের সম্ভাবনা নেই। তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন ও কুলদীপ যাদব। দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এসেছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই মাঠেই এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল। সেই পিচেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন যে এখনও পিচ নিয়ে ধোঁয়াশায় ভারতীয় শিবির। যেই পিচে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল, সেই পিচেই খেলা আদৌ হবে কি না আজকের ম্যাচ , তা এখনও জানে না ভারতীয় শিবির। 


ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ''কোচ, অধিনায়ক উইকেট দেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও দলীয় আলোচনা হয়নি। আমিও উইকেট দেখিনি এখনও। আগের ম্য়াচে প্রচুর রান উঠেছে এই পিচে। সেই পিচেই খেলা হবে কি না জানি না।''


আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.