Rohit Sharma: 'ওঁর জন্য বিশ্বকাপ জিততে চাই', ফাইনালের আগে বিশ্বকাপ-জয়ের প্রত্যয় রোহিতের গলায়
Rahul Dravid : ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে ছিলেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য হারতে হয়েছিল ভারতকে
আমদাবাদ : ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে প্রস্তুত ভারত। কাল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ ৮ ম্যাচে জিতে ফাইনালে অস্ট্রেলিয়া। অন্যদিকে, টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজেয় টিম ইন্ডিয়া। এহেন শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী দল কাল মুখোমুখি হচ্ছে। কিন্তু, কে হাসবে শেষ হাসি ? সে তো সময় বলে দেবে। কিন্তু, তার আগেই রোহিত শর্মা খোলসা করে জানিয়ে দিলেন, তাঁরা দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান এই বিশ্বকাপ।
ফাইনালের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, "দলের ক্রিকেটারদের মধ্যে স্বচ্ছতা আনতে বিশাল ভূমিকা নিয়েছেন রাহুল দ্রাবিড়। ২০২৩-এর বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জিতেছে ভারত। তৃতীয়বারের জন্য খেতাব জেতার লক্ষ্যে কাল নামবে।" রোহিত বলেন, "ওঁর বিশাল ভূমিকা রয়েছে। স্বচ্ছতা রয়েছে, যার কথা আমি বারবার উল্লেখ করি। কিন্তু হয়তো ধরুন, আমি কিছু একটা ভাবছি, কিন্তু কোচ তাতে রাজি হচ্ছেন না। আপনারা জানেন, রাহুল ভাই কীভাবে ক্রিকেট খেলেছেন এবং আমি কীভাবে খেলি। অবশ্যই পুরো বিষয়টা ভিন্ন মেরুর। অথচ, এই পরিস্থিতিতেও উনি আমাদের যে স্বাধীনতাটা দিয়েছেন বা বলা ভাল আমরা যেভাবে খেলতে চাই সেভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন, সেটাই ওঁর সম্বন্ধে অনেক কিছু বলে দেয়। এই বিশাল মুহূর্তের অংশ থাকতে চান দ্রাবিড় এবং এখন ওঁর জন্য খেতাব জেতা উচিত দলের।" প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে ছিলেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য হারতে হয়েছিল সৌরভের দলকে।
কার্যতকে রাহুলকে এদিন প্রশংসায় ভরিয়ে দেন হিটম্যান। তিনি বলতে থাকেন, "যেভাবে রাহুল ভাই কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে টি২০ বিশ্বকাপে। যে টুর্নামেন্টে আমরা ভাল খেলেও সেমিফাইনালে হেরে যাই। সেই সময় উনি নির্দিষ্ট কিছু বিষয়ে যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন বা খেলোয়াড়দের সব কিছু জানাতেন তা ভীষণ সাহায্য করেছে। উনি বিশাল এই মুহূর্তের অংশ থাকতে চান। তাই, ওঁর জন্য আমাদের জিততে হবে।"
এনিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। যেখানে অস্ট্রেলিয়া এনিয়ে অষ্টমবার ফাইনালে উঠল। যা রেকর্ড। ৯টি ম্যাচেই জিতে লিগ টেবিলে শীর্ষে থেকে শেষ করে টিম ইন্ডিয়া। এর পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় রোহিত বাহিনী। অন্যদিকে, গ্রুপ স্টেজে তৃতীয় স্থানে থেকে শেষ করে অস্ট্রেলিয়া। সাতটিতে জিতে ও দুটিতে হেরে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারায়।