Paris Olympics 2024: রহিদাসের লাল কার্ডই উদ্বুদ্ধ করেছিল তাঁকে, ভারতীয় হকি দলকে সেমিফাইনালে তুলে দাবি নায়ক শ্রীজেশের
PR Sreejesh: প্যারিস অলিম্পিক্সই তাঁর শেষ টুর্নামেন্ট। এর পরেই তিনি অবসর নেবেন বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশ।
প্যারিস: ৪৪ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় হকি দলের সোনা জয়ের স্বপ্ন অটুট। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচের সিংহভাগ সময়ই ১০ জনে খেলেও, শ্যুট আউটে জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল (Indian Hockey Team)। গোটা ম্য়াচ এবং পেনাল্টি শ্যুট আউটে ফের একবার অনবদ্য পারফর্ম করে পিআর শ্রীজেশ (R Sreejesh) নিজেকে প্রমাণ করলেন।
প্রায় তিন কোয়ার্টার জুড়েই এক জন কম নিয়ে ম্যাচ খেলায় ভারতীয় দলের জন্য লড়াইটা একেবারেই সহজ ছিল না। দ্বিতীয় কোয়ার্টারেই গ্রেট ব্রিটেনের খেলোয়াড়ের মুখে স্টিক চালিয়ে লাল কার্ড দেখেন ভারতীয় রক্ষণভাগের স্তম্ভ অমিত রহিদাস (Amit Rohidas)। দলের তারকা ডিফেন্ডারের না থাকাটা নিঃসন্দেহে ভারতের জন্য বিরাট ধাক্কা ছিল। কিন্তু এই ধাক্কাই পিআর শ্রীজেশকে উদ্বুদ্ধ করে। ব্রিটেনের তারকাদের একের পর এক আক্রমণে যখন বিপাকে পড়ছে ভারতীয় রক্ষণ, তখনই গোলের সামনে কার্যত প্রাচীর তুলে দেন শ্রীজেশ। অনবদ্য পারফর্ম করেন তিনি।
ম্যাচ শেষে শ্রীজেশ বলেন, 'অমিত কার্ড দেখার পর আমার মনে হয়েছিল আমি ওর জন্য নিজের সেরাটা দিতে চাই। কারণ ডিফেন্ডার হিসাবে আমার জন্য ও বড় সম্পদ। আমার মনে হয় গোটা ম্যাচে সেটা দেখাও গিয়েছে। আমরা বেশিরভাগ ম্যাচটাই তো একজন কম নিয়ে খেলেছি। তবে দলের সকলে যে পরিমাণ পরিশ্রম করেছে, যে দায়বদ্ধতা দেখিয়েছে, লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা বাহবা পাওয়ার যোগ্য। দারুণ খেলেছে দল।'
প্যারিস অলিম্পিক্সই তাঁর শেষ টুর্নামেন্ট। এর পরেই তিনি অবসর নেবেন বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশ। এই ম্যাচে হারলে এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হত। 'আমি যখন খেলতে নামলাম তখন আমার কাছে দুইটো বিকল্প ছিল। হেরে কেরিয়ার শেষ করা নয়তো আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাওয়া। আরও দুই ম্যাচে খেলতে নামব আমি।' জানান শ্রীজেশ।
নির্ধারিত ৬০ মিনিটে ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ভারত ৪-২ ম্যাচ জেতে। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে আর্জেন্তিনা বা জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন শ্রীজেশরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বড় লিড নিয়েও স্ট্রেট গেমে হার লক্ষ্যর