Tokyo Olympics 2020 Live: ডিসকাসের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন ভারতের কমলপ্রীত কৌর

সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত কৌরের দিকে তাকিয়ে সবাই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Aug 2021 06:45 PM
Tokyo Olympics 2020 Live: ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত

ব্যক্তিগত সেরা ৬৩.৭০ ছুড়েও ডিসকাস থ্রোয়ের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত কৌর।


 

Tokyo Olympics 2020 Live: পঞ্চম থ্রোয়ের পর পিছিয়ে কমলপ্রীত

পঞ্চম থ্রোয়ে ৬১.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করলেন কমলপ্রীত।

Tokyo Olympics 2020 Live: মহিলাদের ডিসকাস থ্রো-ভারতের কমলপ্রীত প্রথম আটের মধ্যে

মহিলাদের ডিসকাস থ্রো-ভারতের কমলপ্রীত প্রথম আটের মধ্যে। তিনি আরও তিনবার সুযোগ পাবেন।

Tokyo Olympics 2020 Live: তৃতীয় থ্রোয়ে নজর কাড়লেন কমলপ্রীত

তৃতীয় থ্রোয়ে কমলপ্রীত কৌর ৬৩.৭০ মিটার অতিক্রম করলেন।

Tokyo Olympics 2020 Live: খারাপ আবহাওয়ার কারণে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে বিলম্ব

খারাপ আবহাওয়ার কারণে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে বিলম্ব। আধিকারিকরা মাঠ শুকোনোর চেষ্টা করছেন। ভারতের কমলপ্রীত কউর এখন সপ্তম স্থানে।


 

Tokyo Olympics 2020 Live: সাত নম্বরে কমলপ্রীত

বৃষ্টিতে বন্ধ ডিসকাস থ্রোয়ের ফাইনাল। দুটি থ্রোয়ের পর সাত নম্বরে রয়েছেন কমলপ্রীত।

Tokyo Olympics 2020 Live: ষষ্ঠ স্থানে কমলপ্রীত

দ্বিতীয় থ্রো ফাউল করলেন কমলপ্রীত। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

Tokyo Olympics 2020 Live: ডিসকাস ফাইনালে কমলপ্রীত

কমলপ্রীত কৌর প্রথম প্রচেষ্টায় ৬১.৬২ মিটার ছুড়লেন।

Tokyo Olympics 2020 Live: ফাইনালে ফওয়াদ

ইকোয়েস্ট্রিয়ানে জাম্পিং ইনডিভিজুয়াল ফাইনালের যোগ্যতা পেলেন ভারতের ফওয়াদ মির্জা।

Tokyo Olympics 2020 Live: ইকোয়েস্ট্রিয়ানে পরীক্ষা ভারতের ফওয়াদ মির্জার

ইকোয়েস্ট্রিয়ানে ইভেন্টিং জাম্পিং ব্যক্তিগত বিভাগের কোয়ালিফায়ারে নামছেন ভারতের ফওয়াদ মির্জা।

Tokyo Olympics 2020 Live: সাইক্লিংয়ে বিশ্বরেকর্ড জার্মানির

সাইক্লিংয়ে মহিলাদের যোগ্যতাঅর্জনকারী পর্বে বিশ্বরেকর্ড গড়ল জার্মানি।

Tokyo Olympics 2020 Live: সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করছেন মনপ্রীত

সেমিফাইনালে ভারতের সামনে বেলজিয়াম। যারা বিশ্ব ক্রমপর্যায়ে দুইয়ে। অস্ট্রেলিয়ার ঠিক পরেই। ভারতের জন্য অপেক্ষা করে রয়েছে কঠিন পরীক্ষা। আর সেই ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন জাতীয় দলের তারকা মনপ্রীত সিংহ। তিনি বলেছেন, 'এত বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে যাওয়ায় আমরা ভীষণ খুশি। তবে এখনও দুই ম্যাচ বাকি রয়েছে। আমাদের পা মাটিতে রাখতে হবে।'

Tokyo Olympics 2020 Live: শ্যুটিংয়ে ফের ব্যর্থতার ছবি

শ্যুটিংয়ে ফের ব্যর্থতার ছবি। পুরুষদের ৫০ মিটার ৩ পোজিশনের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের ঐশ্বরী প্রতাপ সিংহ তোমার ও সঞ্জীব রাজপুত।

Tokyo Olympics 2020 Live: প্রথমবার অলিম্পিক্সের শেষ চারে ভারত

অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস ভারতীয় মহিলা দলের। প্রথমবার অলিম্পিক্সের শেষ চারে ভারত।

Tokyo Olympics 2020 Live: তৃতীয় কোয়ার্টারের শেষে এগিয়ে ভারত

তৃতীয় কোয়ার্টারের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ভারত।

Tokyo Olympics 2020 Live: দ্বিতীয় কোয়ার্টারের শেষে এগিয়ে ভারত

দ্বিতীয় কোয়ার্টারের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ভারতের মহিলা হকি দল।

Tokyo Olympics 2020 Live: গুরজিতের গোলে ১-০ এগিয়ে ভারত

পেনাল্টি কর্নার থেকে গোল করে গুরজিৎ কৌর এগিয়ে দিলেন ভারতকে।

Tokyo Olympics 2020 Live: প্রথম কোয়ার্টার শেষ গোলশূন্যভাবে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা দলের দুরন্ত লড়াই। প্রথম কোয়ার্টার শেষ হল গোলশূন্যভাবে।

Tokyo Olympics 2020 Live: ভারতের শট পোস্টে লেগে প্রতিহত

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই ভারতীয় মহিলা দলের। ভারতের একটি শট পোস্টে লেগে ফিরল। তা নাহলে এগিয়ে যেতে পারতেন রানি রামপালরা।

Tokyo Olympics 2020 Live: ইতিহাসের হাতছানি ভারতীয় মহিলা দলের সামনে

অলিম্পিক্সে কোনওদিন সেমিফাইনালে উঠতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। এখনও পর্যন্ত অলিম্পিক্সে তাদের সেরা পারফরম্যান্স ১৯৮০ সালের মস্কোতে। সেবার চতুর্থ হয়েছিল ভারতীয় মহিলা দল। তবে সেবার খেলা হয়েছিল রাউন্ড রবিন ফর্ম্যাটে। অর্থাৎ সেমিফাইনাল ছিল না। ৬ দলের মধ্যে চার নম্বরে শেষ করেছিল ভারত। টোকিওতে আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ইতিহাস তৈরি করবেন রানি রামপালরা।

Tokyo Olympics 2020 Live: মরসুমের সেরা সময় করেও ছিটকে গেলেন দ্যুতি

মহিলাদের ২০০ মিটার দৌড়ের হিটে মরসুমের সেরা সময় করলেন ভারতের দ্যুতি চন্দ। ২৩.৮৫ সেকেন্ডে দৌড় শেষ করলেও পেলেন সপ্তম স্থান। সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতীয় স্প্রিন্টার।


Tokyo Olympics 2020 Live: আর কিছুক্ষণের মধ্যেই নামছেন স্প্রিন্টার দ্যুতি চন্দ

অলিম্পিক্সে সোমবার ভারতীয় প্রতিনিধিত্ব শুরু করবেন দ্যুতি চন্দ। মহিলাদের ২০০ মিটারের হিটে নামছেন ভারতীয় স্প্রিন্টার।

প্রেক্ষাপট

টোকিও: টোকিও অলিম্পিক্সে রবিবার পদক এসেছে ঝুলিতে। সুপার সানডেতে সুপার পারফরম্যান্সে বাজিমাত করেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ এসেছে। এবার সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত কৌরের দিকে তাকিয়ে সবাই। সীমা পুনিয়াকে নিয়ে সবার আশা ছিল। কিন্তু সীমা ব্যর্থ হয়েছেন। তবে কমলপ্রতীকে নিয়ে এবার আশা দেখছে ভারত। 


তবে সোমবার প্রথমে ভোরবেলা ৫.৩০টায় অ্যাথলেটিক্সে মহিলাদের ২০০ মিটারের প্রথম রাউন্ডে খেলতে নামবেন দ্য়ুতি চন্দ। বিকেল ৩.৩০ এ মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনাল রয়েছে। এরপরই মহিলাদের ডিসকাস থ্রোতে ফাইনালে বিকেল ৪.৩০টায় খেলতে নামবেন কমলপ্রীত কৌর।  শ্যুটিংয়েও ম্যাচ রয়েছে এদিন ভারতের। পুরুষদের ৫০০ মিটার রাইফেল থ্রি পজিশনে নামবেন সঞ্জীব রাজপুত ও ঐশ্বরী তোমর। হকিতে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতের মহিলা হকি দল।


এদিকে রবিবার চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।


এছাড়া হকিতেও সাফল্য আসে এদিন। ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দেয় গ্রেট ব্রিটেনকে। ৩-১ গোলে জয় পায় ভারতের। ১৯৭২ সালে শেষবার অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এরপর টোকিওতে ফের শেষ চারে জায়গা করে নিল ভারতীয় হকি দল। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বে একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এই মুহূর্তে ভারতের ঝুলিতে রয়েছে একটি রুপো ও একটি ব্রোঞ্জ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.