Tokyo Olympics 2020 Live: ডিসকাসের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন ভারতের কমলপ্রীত কৌর

সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত কৌরের দিকে তাকিয়ে সবাই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Aug 2021 06:45 PM

প্রেক্ষাপট

টোকিও: টোকিও অলিম্পিক্সে রবিবার পদক এসেছে ঝুলিতে। সুপার সানডেতে সুপার পারফরম্যান্সে বাজিমাত করেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ এসেছে। এবার সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত...More

Tokyo Olympics 2020 Live: ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত

ব্যক্তিগত সেরা ৬৩.৭০ ছুড়েও ডিসকাস থ্রোয়ের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত কৌর।