PAK vs AUS, T20 WC LIVE: দুরন্ত জয় অজিদের, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

T20 WC 2021, Match 44, PAK vs AUS: দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান।গ্রুপে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।ভাল ফর্মে তাঁরাও

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Nov 2021 11:17 PM
PAK vs AUS, T20 WC LIVE: ফাইনালে অস্ট্রেলিয়া

টানটান ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল। 

PAK vs AUS, T20 WC LIVE: চলছে মরণ-বাঁচন লড়াই

ফাইনালে উঠবে কোন দল? জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ১০ বলে ২০ রান। শেষ হাসি হাসবে কে? 

PAK vs AUS, T20 WC LIVE: টান টান উত্তেজনা সেমিফাইনালে

ফাইনালে যেতে হলে ৩০ বলে ৬২ রান করতে হবে অজিদের। 

PAK vs AUS, T20 WC LIVE: জিততে ৪৬ বলে ৮১ রান প্রয়োজন অজিদের

সময় যত এগোচ্ছে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে অজিদের জন্য। ফাইনালে যেতে হলে ৪৬ বলে ৮১ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। এদিকে মাত্র ৭ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। 

PAK vs AUS, T20 WC LIVE: ৪৯ রানে আটকালেন ওয়ার্নার

জয়ের জন্য প্রয়োজন ৫৮ বলে ৮৭ রান। কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে যেন কিছুটা নড়বড়ে অজি ব্যাটাররা। ম্যাচের শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করেও ৪৯ রানে আউট হলেন ডেভিড ওয়ার্নার। 

PAK vs AUS, T20 LIVE: ক্যাচ আউট মিচেল মার্শ

 এই ম্যাচ জিততে অজিদের এখনও প্রয়োজন ৮৪ বলে ১২৫ রান। এদিকে রান তাড়া করতে নেমে শাদাব খানের বলে প্যাভিলিয়নে ফিরলেন মিচেল মার্শ। 

PAK vs AUS, T20 WC LIVE: অধিনায়কের উইকেট হারিয়ে ৫০ রান অজিদের

পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন অস্ট্রেলিয় ব্যাটাররা। ৫.৪ ওভারে ৫১ রান তুলেছেন তাঁরা। ক্রিজে রয়েছেন মিচেল মার্শ ২৭ (১৯) এবং ডেভিড ওয়ার্নার ২৩ (১৬)। 

PAK vs AUS, T20 LIVE: রান তাড়া করতে নেমে ধাক্কা, ক্যাপ্টেনেরই উইকেট খোয়াল অজিরা

ফাইনালে যেতে হলে প্রয়োজন ১৭৭ রানের। এদিন রান তাড়া করতে নেমেই শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিয়ান্যক অ্যারন ফিঞ্চ। 

PAK vs AUS, T20 WC LIVE: ১৭৬ রানে শেষ হল পাক ইনিংস

মহম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি ও ফকর জামানের ২৪ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেট খুইয়ে ১৭৬ রান তুলল পাকিস্তান। সেমিফাইনাল জিততে অজিদের লক্ষ্যমাত্রা ১৭৭ রান। 

PAK vs AUS, T20 LIVE: স্টার্কের বলে আউট রিজওয়ান

৫২ বলে ৬৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হলেন মহম্মদ রিজওয়ান। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর বোর্ডে ২ উইকেটে ১৫৬ রান। 

PAK vs AUS, T20 WC LIVE: এক উইকেট খুইয়ে ১৪ ওভারে ১০৬ রান পাকিস্তানের

১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০৬ রান করল পাকিস্তান। ম্যাচের শুরুতে খেলা নিয়ে অনিশ্চিত থাকলেও, অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন মহম্মদ রিজওয়ান। ৪২ বলে ৫১ রান করে এখনও অপরাজিত তিনি। 

PAK vs AUS, T20 LIVE: জাম্পার বলে আউট বাবর

১০ ওভারের শুরুতেই বড় ধাক্কা। জাম্পার বলে ওয়ার্নারের হাতে ক্যাচ আউট পাক অধিনায়ক বাবর আজম। ৩৪ বলে ৩৯ রান করেন তিনি। 

PAK vs AUS, T20 WC LIVE: ছন্দে পাক ওপেনাররা

৭.৪ ওভারে ২৫ বলে ৩৪ রান বাবরের, ২১ বলে ২৩ রানে অপরাজিত রিজওয়ান

PAK vs AUS, T20 LIVE: ৪.১ ওভারে ৩৫/০ পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও উইকেট না হারিয়ে ৪.১ ওভারে ৩৫ রান তুলল পাকিস্তানের ওপেনিং জুটি

PAK vs AUS, T20 WC LIVE: পাকিস্তানের ইনিংস শুরু

২ ওভার শেষে ১১ রান তুলল পাকিস্তান। ৪ বলে ৫ রান অধিনায়ক বাবরের। 

PAK vs AUS, T20 LIVE: শুরু মহারণ, ব্যাট করতে নামল পাকিস্তান

ব্যাট করতে নামলেন দুই পাক ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। বল হাতে প্রস্তুত মিচেল স্টার্ক। 

PAK vs AUS, T20 WC LIVE: টসের পর কী জানালেন দুই দলের দুই অধিনায়ক?

টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, "আমরা মনে করছি রান তাড়ার জন্য এটি বেশ ভাল উইকেট।" অন্যদিকে, পাক অধিনায়ক বাবর আজম বলেন, "আমরা স্কোর বোর্ডে ভাল রান রাখার চেষ্টা করব। ভাল খেলার সব ধরনের চেষ্টা থাকবে আজ। এই আবহাওয়া ও পিচ আমাদের পরিচিত।" 

PAK vs AUS, T20 LIVE: টস জিতল অস্ট্রেলিয়া

আজ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। 

PAK vs AUS, T20 WC LIVE: হেড টু হেড লড়াইকে কোন দল এগিয়ে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ের রেকর্ড পাকিস্তানের পক্ষে। দু’দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। 

PAK vs AUS, T20 LIVE: ম্যাচের আগে 'ফিট' রিজওয়ান, শোয়েব

সেমিফাইনাল শুরুর আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল পাক শিবিরে। যদিও ম্যাচ শুরুর অনেক দুই তারকাই ফিট হয়ে উঠেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

PAK vs AUS, T20 WC LIVE: পাক-অজি মহারণ, 'অদ্ভুত অনুভূতি', বলছেন হেডেন

ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন বলেন, 'আমার কাছে এটা একটা অদ্ভুত অনুভূতি। আমি অস্ট্রেলিয়া ক্রিকেটে ২ দশক ধরে যোদ্ধা ছিলাম। সেই টিমের বিরুদ্ধেই খেলতে নামতে হবে। মন আর মস্তিষ্ককে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। তবে, পেশাদারি দিক থেকে দেখলে, আমি কিন্তু অজি টিম সম্পর্কে অনেক কিছুই জানি। পাক টিমের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সেটা কাজে লাগবে।'

প্রেক্ষাপট

দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi-Final) অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। তবে তার আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল পাক শিবিরে। যদিও ম্যাচ শুরুর অনেক দুই তারকাই ফিট হয়ে উঠেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পাকিস্তান।


পাক শিবির সূত্রে খবর, রিজওয়ান ও শোয়েবের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ২১৪ রান করেছেন। অন্যদিকে, পাক শিবিরে দুরন্ত ফর্মে রয়েছে অধিনায়ক বাবর আজম। রিজওয়ান ও বাবরের ওপেনিং জুটি বিপক্ষ দলগুলিকে বারবার সমস্যায় ফেলেছে।


গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচই জিতে, বিশেষ করে ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান। অন্যদিকে, গ্রুপে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। তারাও বেশ ভাল ফর্মে। লড়াকু মানসিকতা এবং একদিনের বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বড় ভরসা। তবে এও ঠিক যে তারা কোনওবার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। তাই এই মহারণে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররাও হাল ছাড়তে নারাজ।


আজকের ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস থ্রি এইচডি ও ডিডি স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের লাইভ আপডেট এবং অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ের রেকর্ড পাকিস্তানের পক্ষে। দু’দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.