অ্যালেক্স হেলস ‘করোনা পজিটিভ’, পাকিস্তানি সাংবাদিকের ভুল খবরে ক্রিকেট বিশ্বে আতঙ্ক
ফুটবলের পর কি এবার ক্রিকেটেও করোনার থাবা?
নয়াদিল্লি: ফুটবলের পর কি এবার ক্রিকেটেও করোনার থাবা? পাকিস্তানি সাংবাদিকের ভুল খবরে গোটা ক্রিকেট বিশ্বে আতঙ্ক! কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। এই অবস্থায় ট্যুইট করে ব্রিটিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের আবেদন, “ভুল খবর রটাবেন না। এটা বিপজ্জনক আচরণ।”
Stop spreading fake news, dangerous behaviour
— Alex Hales (@AlexHales1) March 17, 2020
পাকিস্তান সুপার লিগে খেলতে আসা ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ‘করোনা পজিটিভ’, এই খবর ছড়াতেই ক্রিকেট বিশ্বে মারণ ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাক্তন পাক ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রমিজ রাজাও বলেন, হেলস করোনায় আক্রান্ত এবং তাঁকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও বলা হয়, কয়েকদিন আগে দেশে আসা এক বিদেশি ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ দেখা গিয়েছে। যদিও এই সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছেন খোদ অ্যালেক্স হেলস।
করাচি কিংসের হয়ে খেলতে আসা হেলস প্রতিযোগিতার মাঝপথেই দেশে ফিরে যান। এদিকে করোনা আতঙ্কে পিএসএল বাতিল করে দেয় পাক বোর্ড। গ্যালারি শূন্য মাঠে খেলা হওয়ার কথা বলেও শেষ পর্যন্ত বাতিল করা হয় পিএসএল। এভাবে হঠাৎ প্রতিযোগিতা বন্ধ হওয়ায় হতাশ প্রাক্তন পাক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে তিনি করোনা আবহে সতর্কতা ও সচেতনতাকেই সর্বাধিকার দিয়েছেন।