এক্সপ্লোর
Advertisement
পার্থিব দায়িত্বটা দুরন্তভাবে সামলেছে, প্রশংসায় পঞ্চমুখ কুম্বলে
মুম্বই: এখনও সারেনি বাঁ পায়ের চোট৷ ওয়াংখেড়েতে চতুর্থ টেস্টেও তাই পাওয়া যাবে না ঋদ্ধিমান সাহাকে৷ মুম্বইয়ে টিম ইন্ডিয়ার উইকেট রক্ষকের দায়িত্বটা দেওয়া হচ্ছে পার্থিব পটেলই৷ কিপিংয়ের পাশে মোহালিতে পরপর দু ইনিংসে ৪২ ও ৬৭ রানও ডিভিডেন্ড যুগিয়েছে আট বছর পর ভারতীয় দলে কামব্যাক করা এই ক্রিকেটারকে৷ তাঁর পারফরমেন্সে খুশি ভারতীয় দলের হেডস্যার অনিল কুম্বলেও৷ কোচ কুম্বলে বলেছেন,
‘আট বছর পর দলে ফিরে দারুন পারফর্ম করেছে পার্থিব৷ তাকে দলের হয়ে ওপেন করার সুযোগ দেওয়া হয়েছিল৷ সেই দায়িত্বটা দুর্দান্তভাবে সামলেছে সে৷ পাশাপাশি, ভাল উইকেট কিপিংও করেছে৷ ব্যর্থ হওয়ার কোনও ভয়ই ছিল না ওর মনে৷’
কুম্বলে বলেছেন, এতদিন পরে দলে ফেরার পরও ওকে যখন ওপেনিং করতে বলা হল ও সাগ্রহে রাজি হল। এতেই ওর দৃঢ়তাটা ফুটে উঠেছে।
কুম্বলে বলেছেন, ও যখন প্রথম দলে এসেছিল, তখন ওর বয়স ছিল ১৬-১৭। দাড়ি-গোঁফ কেটে ফেললে ওকে এখনও ১৬ বছরের মনে হয় ওকে। কিন্তু মাঠে পার্থিব যে পরিণতিবোধ দেখিয়েছে তা অসাধারণ।
৮ ডিসেম্বর থেকে ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড চতুর্থ একদিনের ম্যাচ৷ সিরিজে ভারত ২-০-তে এগিয়ে থাকলেও ওয়াংখেড়েতে ম্যাচটা যেকোনও দিকে যেতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা৷
৮ ডিসেম্বর থেকে মুম্বইয়ে আর একটা ক্রুসেড৷ বাজিমাত হবে কি বিরাটের৷ টেস্টজয়ের হ্যাট্রিক কি হবে মুম্বইয়ে? উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement