Fifa World Cup 2022: ক্লাব ফুটবলে রাশিয়া-যোগ, বিশ্বকাপ খেলতে পারবেন না পোল্যান্ডের এই ফুটবলার
World Cup 2022: কাতার বিশ্বকাপের (Qatar World Cup) আগেই পোল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়লেন মিডফিল্ডার ম্যাকিয়েস রাইবাস। তবে ফর্ম বা চোট কোনওটাই বাদ যাওয়ার মূল কারণ নয়।
ওয়ারশ: পোল্যান্ডের জাতীয় দলের সদস্য। গত বিশ্বকাপেও লেওয়ালডস্কির সঙ্গে মাঠে নেমেছিলেন রাশিয়ায় (Russia)। কিন্তু আসন্ন কাতার বিশ্বকাপের (Qatar World Cup) আগেই পোল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়লেন মিডফিল্ডার ম্যাকিয়েজ রাইবাস (Maciej Rybus)। তবে ফর্ম বা চোট কোনওটাই বাদ যাওয়ার মূল কারণ নয়। রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর হয়ে খেলেন ম্যাকিয়েস। আর ঠিক সেই কারণেই জাতীয় দলে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকেও বাদ দিয়ে দেওয়া হল এই পোলিশ মিডিওকে।
রাশিয়া যোগেই বিশ্বকাপ খেলা হবে না
পোল্যান্ড ফুটবল ফেডারেশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''পোল্যান্ডের কোচ রাইবাসকে বলে দিয়েছেন যে সেপ্টেম্বরে নেশন্স লিগের জন্য পোল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়ছেন তিনি। ও একই সঙ্গে রাইবাসকে যে বিশ্বকাপের প্ল্যানেও রাখা হচ্ছে না, সে ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে।'' গত মরসুমে লোকোমোটিভ মস্কোর হয়ে খেলেছিলেন রাইবাস। এরপর গত ১১ জুন আরও ২ বছরের জন্য এই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন পোলিশ ফুটবলার।
রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার পর থেকেই অনেক দেশই রাশিয়াকে সমর্থন করেনি। বিশ্বকাপ ফুটবল থেকেও বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। ফিফা ও ইউয়েফার তরফে রাশিয়াকে রীতিমত একঘর করে দেওয়া হয়েছে। ফলে কাতারের টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া ফুটবল দল।
উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে অফ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে খেলার কথা ছিল রাশিয়ার। কিন্তু তার আগেই ফিফা রাশিয়াকে নির্বাসিত করে। ফলে রাশিয়ার সব যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। সেদেশের মহিলা ফুটবল দলকেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হয়েছে। ফিফা এবং উয়েফা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, রাশিয়ার কোনও জাতীয় ক্লাব এবং দল ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার রুমেলি ধর